মোঃ রেজাউল করিম,…ঈদগাঁও বাজারে এনার্জি ড্রিংকসের আড়ালে চলছে যৌন উত্তেজক ও নেশা জাতীয় পানীয়ের রমরমা বাণিজ্য। বাজারে অলিগলিতে বিশেষ করে ডিসি সড়ক ষ্টেশনস্থ কুলিং কর্ণার সহ বিভিন্ন দোকানে প্রকাশ্যে বাহারী নামে বিক্রি করছে এসব উত্তেজক পানীয় গুলো। মাদক সেবীরা কেউ কেউ এ গুলো পান করছে ফেন্সিডিলের বিকল্প হিসাবে। আবার অনেক সাধারণ মানুষ পান করছে এর ক্ষতিকর দিক না জেনে। এদের মধ্যে আবাল বৃদ্ধ থেকে স্কুল কলেজ পড়–য়া ছাত্ররা ও রয়েছে। ঈদগাঁও বাজারের বিভিন্ন অলিগলি ঘুরে দেখা যায় প্রায় ১শ’র অধিক দোকানে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে বিক্রেতারা সুন্দর ভাবে সাজিয়ে রেখেছেন বিভিন্ন ব্রান্ডের এনার্জি ড্রিংকস। এসব এনার্জি ড্রিংকসের মধ্যে পাওয়ার হর্স,মুন পাওয়ার হর্স,ফিলিং হর্স,ব্লেক হর্স,পাওয়ার অব,জিংকারাজা,ম্যান পাওয়ার,রেড বোল্ড,একটিভ,জিনসিন পাওয়ার, রেডবোল সহ বিভিন্ন ধরনের উত্তেজক পানীয়। মানব দেহের জন্য ক্ষতিকর এসব পানীয় পান করছেন স্থানীয়রা। বর্তমানে ঈদগাঁওতে অনেকের কাছে এটিই জন প্রিয় পানীয় হিসাবে স্থান পেয়েছে। এর কারণে বাজারে এসব এনাজিং ড্রিংকসের ভাল চাহিদা রয়েছে। সূত্র জানায়,এনাজিং ড্রিংকস নামের যে গুলো বিক্রি হচ্ছে তা স্রেফ উত্তেজক পানীয়। এ গুলো পান করার পর শরীরে উত্তেজনা সৃষ্টি করে। যারা নিয়মিত এগুলো পান করে তারা আস্তে আস্তে নেশা গ্রস্থ হয়ে পড়ে। নাম প্রকাশ না করার সত্বে অনেক দোকানীরা জানান,অনেক ক্রেতা জেনে,আবার অনেক ক্রেতা না জেনে পান করছে এসব পানীয়। এ্যালকোহল থাকায় এ গুলো পান করলে শরীরে সাময়িক উত্তেজনা সৃষ্টি করে। এসব সেবীরা দামের তোয়াক্কা না করে এগুলো পান করে। বিশেষ করে ঈদগাঁওতে এনার্জি ড্রিংকস যৌন উত্তেজক পানীয়ের বিরুদ্ধে প্রশাসনের কড়াকড়ি নজর না থাকায় এ গুলো চলছে দেদারছে। অন্যদিকে ব্যবসায়ীরা ভাল চাহিদা এবং বেশী লাভের কারনেই ক্ষতিকর জানার পরও তারা এ গুলো বিক্রি করছেন বলে একাধিক ব্যবসায়ী জানান। কক্সবাজার সিটি কলেজের ছাত্র ছরওয়ার কামাল জানান, না জেনে এনাজিং ড্রিংকস পান করেছি। পরে জানতে পেরেছি এতে এ্যালকোহল আছে। এর পর থেকে আমি এসব পানীয় পান করিনা। তবে বন্ধুদের অনেকেই দেখি এনার্জি ড্রিংকস পান করতে। ছরওয়ারের মতে এসব যৌন উত্তেজক পানীয়ের বিরুদ্ধে প্রশাসন তৎপর হলেই আগামী প্রজন্ম এর অভিশাপ থেকে মুক্তি পাবে।
#
কিরে ভাই আপনারা সাংবদিকরা কি শুরূ করলেন কিছুদিন আগে এই নিউজ টি, জেড করিম,জিয়ার নামে পড়েছিলাম.আজ দেখছি অন্য একজনের নামে!!!!!!!!!!!!!বিযয়টা কি? নিউজ একজন লেখলে চুরি করে অন্যজন!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!111111