এখন আমি
বৃহস্পতিবার ০৭ মে, ২০১৫ ১:৫২ অপরাহ্ন
200 বার এই নিউজটি পড়া হয়েছে
-মুহাম্মদ ছলাহ উদ্দিন
:::
এখন আমি মজবুদ হায়রে সে কি অদ্ভুদ
তিন পায়ে পিলপিল চলি,
পকেটে কড়ি নাই নুন পেলে পান্তা ধায়
দু:খ কিরে- কানে কানে বলি।
আপন আজ পর দেখলে উঠে জ্বর
দূরে বসে খিলখিল হাসে,
পর আজ আপন সেবায় ঢেলে মন
চোখে জল ঝিলমিল ভাসে।
ছোট্ট মোর ছেলে পাশে পাশে খেলে
হঠাৎ এসে হাতে হাত ধরি,
নেবে আমায় কোলে খোদার কাছে তুলে
বলবে কেঁদে দাওনা ভালো করি।
হাতে নিয়ে লাঠি পথে যখন হাঁটি
রিক্সা-গাড়ী ব্রেক কষে থামে,
কোথা যাবেন বলুন দিয়ে আসি চলুন
এমনি নেবো- হাসি ঝরে ঘামে।
আবার পথে নামি পিছু ডাকে থামি
অচেনা কেউ দৌঁড়ে কাছে আসে,
কোথা যাবেন স্যার করে দেবো পার
কষ্ট পাচ্ছেন- চোখে জল ভাসে।
ছোট্ট এসব বুলি দু:খ সব ভুলি
অনুভবে কী যে সুখী আমি,
কুটুম কেউ নাই খোদা আছে তাই
এমনি করে চলে দিবা-যামি।
########