ফিফা র্যাঙ্কিংয়ে এখনো শীর্ষ দশের বাইরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আজ বুধবার সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে ব্রাজিলীয়দের অবস্থান ১৩তম। অন্যদিকে ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার অবস্থান তৃতীয়।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ফিফার র্যাঙ্কিং-পদ্ধতি নিয়ে অবশ্য বিতর্ক রয়েছে। পদ্ধতিগত জটিলতারই আসলে মাশুল দিতে হচ্ছে ব্রাজিলকে। গত বছর অনুষ্ঠিত কোপা আমেরিকার পর থেকে এ পর্যন্ত ১৯টি ম্যাচ খেলেছে মানো মেনেজেসের দল। এর মধ্যে জয় এসেছে ১৫টিতে। সর্বশেষ গত মাসে ইরাককে ৬-০ ও জাপানকে ৪-০ গোলে উড়িয়ে দেন নেইমাররা। কিন্তু র্যাঙ্কিংয়ে এর প্রতিফলন তেমন ঘটেনি। কারণ, ব্রাজিলের প্রায় সব ম্যাচই ছিল প্রীতি ম্যাচ। র্যাঙ্কিংয়ের নিয়মানুযায়ী, পয়েন্টের হিসাবে প্রীতি ম্যাচের চেয়ে আন্তর্জাতিক ম্যাচের পাল্লা যথেষ্ট ভারী।
আগের র্যাঙ্কিংয়ের চেয়ে এবার অবশ্য এক ধাপ এগিয়েছে ব্রাজিল। আর্জেন্টিনাও এগিয়েছে এক ধাপ। লিওনেল মেসিদের জায়গা করে দিতে তিন থেকে চারে নেমে গেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল।
র্যাঙ্কিংয়ের প্রথম দুটি অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। যথারীতি শীর্ষস্থান দখল করে রেখেছে বিশ্বসেরা স্পেন। আর দ্বিতীয় স্থানটা জার্মানির।
বাংলাদেশ পিছিয়েছে দুই ধাপ। সর্বশেষ অবস্থান ১৭১তম। উপমহাদেশের দলগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছে মিয়ানমার (১৫৬)। এ ছাড়া মালদ্বীপ ১৬০, ভারত ও নেপাল যৌথভাবে ১৬৯, পাকিস্তান ১৮০, শ্রীলঙ্কা ১৮২ ও ভুটান ২০৭তম স্থানে আছে।
র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০:
১. স্পেন
২. জার্মানি
৩. আর্জেন্টিনা
৪. পর্তুগাল
৫. ইতালি
৬. ইংল্যান্ড
৭. হল্যান্ড
৮. কলম্বিয়া
৯. রাশিয়া
১০. ক্রোয়েশিয়া
Leave a Reply