খুলনায় একসঙ্গে পাঁচ সন্তান জন্ম দিয়েছেন এক মা। জন্ম নেয়া চার মেয়ে ও এক ছেলের সবাই মোটামুটি সুস্থ আছে।আজ শনিবার দুপুর ১২টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে ওই শিশুদের জন্ম হয়।পাঁচ সন্তানের জননী শিমু বেগম (২৩) গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়নের ইউপি সদস্য আবদুল গফ্ফার খানের স্ত্রী।খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. কানিজ ফাতেমা জানান, নবজাতকদের বয়স ৯ মাস পূর্ণ না হলেও মায়ের কথা বিবেচনা করে (৩৩ সপ্তাহে) আগেই অস্ত্রোপচার করতে হয়েছে। শিশুদের মধ্যে ছোট হওয়ায় ছেলে শিশুর খানিকটা ঝুঁকি রয়েছে বলে জানান তিনি।
প্রকৃতির বিরুপ আচরণ যা কিয়ামতের আলামত!