সরকারী গুরুত্বপুর্ণ অফিস টেকনাফ উপজেলা সার্ভার ষ্টেশন । সারাদিন অফিস করে ক্লান্ত হয়ে কাজের ফাঁকে একটু বিশ্রাম নেয়া স্বাভাবিক। তবে চেয়ারের উপর পা তুলে এভাবে নাকে তেল দিয়ে আয়েশী ঘুম কেমন মনে হয়? গতকাল টেকনাফ উপজেলা সার্ভার ষ্টেশন(নির্বাচন অফিস)এ গিয়ে দেখা যায় এ দৃশ্য। এমনিতে টেকনাফ উপজেলায় সরকারী কর্মকর্তা/ কর্মচারীদের অফিস ফাঁকির প্রবনতা বেশী, তাতে যে কয়েকজন থাকে তাদেরও এ অবস্থা। সচেতন মহল ভেবে দেখুন তো ! ছবি ও প্রতিবেদনঃ সাইফুল ইসলাম সাইফী, টেকনাফ।
দেশের ১৬ কোটি মানুষের ট্যাক্সের টাকা হজম করতে চেয়ারের উপর কেন? টেবিলের উপর ঘুমাতে হবে। ফারুক ভাই আপনি আগামীকাল থেকে অফিসে আসার বালিশ নিয়ে আসবেন। আপনার প্রহরায় আমরা নিয়োজিত।
বাহ! কি মজা সরকারী চাকুরী। বর্তমান সরকারের আমলে অফিস ফাঁকি দিতে অদক্ষ অফিসারদের বিদায় নেওয়ার খবর শুনে ফারুক ভাই এ সিদ্ধান্ত নিয়েছে। ফারুক ভাই আপনি টেবিলের উপর ঘুমান, আমরা ক্যামেরা নিয়ে আছি আপনার টেবিলের নিচে।
Bah!ki mojar gum e na gelo besara..tai bole ki apnar camerai picture ti na ote [email protected] na!..besara r jibon a o din er [email protected] gomabe kina jani na!
eta to monder bhalo. uni to chaile basai gie kol balis kole nie ghumate parten….. ta na kore kaj korte korte tired hoe office a ghumaisen… r unar ai ghum next kajer jonno sokti jogabe. coz amra sobai jani 2nd october theke teknaf a voter hal nagader kaj suru hobe……… faruk bhai no problem… egie jan… mone rakhben…. Bisram kajer ongo….