বার্তা পরিবেশক কক্সবাজার সরকারি কলেজের মেধাবী শিক্ষার্থী নাজাহ মিথিলা রহমান (নাবিলা) এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ (এ+) পেয়ে কৃতিত্ব দেখিয়েছে। সে কলেজের ব্যবসায় শিক্ষা শাখা থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন। নাজাহ মিথিলা রহমান (নাবিলা) সিঙ্গার প্লাস কক্সবাজার ব্রাঞ্চের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ও নাসরিন রহমান দম্পতির প্রথমা কন্যা। তাদের গ্রামের বাড়ি সদর উপজেলার বাংলাবাজার মিয়াজী বাড়ি। নাবিলা ২০১১ সালের এসএসসি পরীক্ষায়ও কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান শাখায় কৃতিত্বের সাথে পাস করেছিল। নাবিলা সকলের দোয়া কামনা করেছে। সে আরও অনেকদূর যেতে চায়।
প্রেরক মোস্তাফিজুর রহমান ব্যবস্থাপক সিঙ্গার প্লাস, কক্সবাজার।