হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ … মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) টেকনাফ বিশেষ জোন টেকনাফের হোয়াইক্যং অভিযান চালিয়ে ১১ কেইস মিয়ানমার বিয়ারসহ ২ জন মাদক কারবারীকে আটক করেছে। ধৃতরা হলেন উলুবনিয়া গ্রামের মোঃ আব্দুল হাকিম (২৮) ও জালাল উদ্দীন (২৬)।
বৃহষ্পতিবার ৩ ডিসেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক গোলাম মোস্তফা মুকুল অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, ২ ডিসেম্বর রাত সাড়ে ১১টা নাগাদ টেকনাফের হোয়াইক্যং উলুবুনিয়া বসত বাড়ি হতে মাদকের চালানটি জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উলুবুনিয়া এলাকার আব্দুল হাকিমের বাড়িতে অভিযান চালিয়ে ১১ কেইস (২৬৪ ক্যান) বিদেশী বিয়ারসহ মোঃ আব্দুল হাকিম ও জালাল উদ্দীনকে হাতেনাতে আটক করা হয়। জব্দকৃত মাদকসহ ধৃত দুই ব্যক্তিকে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ##
Leave a Reply