হুমায়ুন কবির জুশান উখিয়া॥ উখিয়া প্রেস ক্লাবের বিশেষ সাধারণ সভা, ইফতার ও মিলাদ মাহফিল গতকাল রবিবার বিকাল ৪টায় প্রেস ক্লাব মিলনায়তনে প্রেস ক্লাব সভাপতি রফিক উদ্দিন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের একাধিক সদস্যদের দাবির প্রেক্ষিতে গঠনতন্ত্র মোতাবেক ৭২ ঘন্টা সময় সীমার ভিতর গতকাল রবিবার বিকাল ৩টায় বিশেষ সাধারণ সভার আয়োজন করা হয়েছিল। প্রেস ক্লাব সভাপতি রফিক উদ্দিন বাবুলের (ইত্তেফাক, সুপ্রভাত, দেশবিদেশ) সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রেস ক্লাবের সহ-সভাপতি গফুর মিয়া চৌধুরী (সমুদ্রকণ্ঠ ও নির্বাহী সম্পাদক আলোকিত উখিয়া), সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জুশান (নয়াদিগন্ত, আজকের কক্সবাজার), অর্থ-সম্পাদক কমরুদ্দিন মুকুল (সংগ্রাম ও অফিস প্রধান দৈনন্দিন), কার্য-নির্বাহী সদস্য মোঃ নুরুল হক (সোনার বাংলা), দীপন বিশ্বাস (জনকণ্ঠ, হিমছড়ি), রতন কান্তি দে (প্রথম আলো, কক্সবাজার বার্তা), সরওয়ার আলম শাহীন (মানবজমিন, ইনানী), জিয়াউল হক সুমন (ভোরের কাগজ), সুলতান মাহমুদ চৌধুরী (রূপসীগ্রাম), হানিফ আজাদ (সমকাল, রূপসী গ্রাম), শফিউল ইসলাম আজাদ (বাংলাদেশ প্রতিদিন, হিমছড়ি), কাজী হুমায়ুন কবির বাচ্চু (সৈকত) সহ ১৩ জন সদস্য উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, গঠনতন্ত্রের প্রতি অনুগত হয়ে সভা আহ্বান করার জন্য সভাপতি-সম্পাদককে ধন্যবাদ জানিয়ে বলেন, সভাপতি-সম্পাদক অথবা অন্য কাহারো বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে সরাসরি প্রেস ক্লাবের হাউসে এসে উত্তাপন করার আহ্বান জানান। অধিকাংশ অভিযোগকারী সভায় উপস্থিত না থাকায় সভা মূলতবি ঘোষনা করা হয়। পরে ইফতার ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের প্রভাবশালী সদস্য ও উখিয়া থানা কমিউনিটি পুলিশিং এর সভাপতি আলহাজ্ব মোহাম্মদ হোছাইন খান, বিশেষ অতিথি ছিলেন, রতœাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল কবির চৌধুরী, উখিয়া উপজেলা কৃষকলীগ সভাপতি কাজী আকতার উদ্দিন টুনু, ইউপি সদস্য মাহমুদুল হক, উখিয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাষ্টার শাহজাহান মনির, যুবলীগ নেতা মোস্তাফা কামাল পাশা, আবুল কাশেম বাবুল, ফজলুল করিম প্রমুখ। কর্মরত সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, মোসলেহ উদ্দিন (বাংলাদেশ সময়, আমাদের কক্সবাজার), আব্দুর রহিম সেলিম (আমাদের সময়), এম.এম শহিদুল ইসলাম (ইনকিলাব), কায়সার হামিদ মানিক (সাঙ্গু, কক্সবাজার বাণী) এছাড়াও উখিয়া হকার সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সভা শেষে মৌলানা রফিক আহমেদ হাশেমী দেশ ও জাতির জন্য বিশেষ মোনাজাত করেন।
হুমায়ুন কবির জুশান
উখিয়া, কক্সবাজার।
০১৮১৯-৫১৬০২০
Leave a Reply