রমজান উদ্দিন পটল টেকনাফের বিভিন্ন গ্রামীন জনপদের দুঃস্থ গরীব মহিলা ও বিভিন্ন অসুস্থ লোকজনরে মধ্যে খাদ্য বস্ত্র বিতরণ ও অর্থ সহায়তা করেন স্থানীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদি। তিনি হোয়াইক্যংয়ের কাটাখালী এলাকায় খালে স্লুইছ গেইট নির্মান কার্যক্রমের পলক উদ্ভোধন ও এমপি বদির নিজস্থ তহবিল থেকে বস্ত্র বিতরণ করেন।গতকাল ১৮ জুলাই সকাল ১০ টায় কাটাখালী খালে স্লুইছ গেইট নির্মান কাজের পলক উদ্ভোধন পুর্বক বস্ত্র বিতরণী অনুষ্টানে এমপি বদি বলেছেন- উখিয়া টেকনাফের মানুষের সেবার রাজনীতি আমার বাবার কাছে শিখেছি। আমার বাবা মানুষের সেবায় জীবন উৎসর্গ করে গেছেন। তাই আমার বাবাকে জনগন অকৃত্রীম ভালবাসা দিয়েছে। গরীব লোকজনের সেবা সহায়তা আমার পারিবারিক ঐতিয্য। এলাকার দুস্থ গরীব মানুষের সেবা, খাদ্য, বস্ত্র ও বাসস্থানের ব্যবস্থা ছিল আমার বাবার স্বপ্ন। আমার বাবা মানুষের সেবা করে সুখ পেতেন। আমার বাবার স্বৃতি গাঁথা উখিয়া টেকনাফের জনগন আমাকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছেন। জনগনের এ ভালবাসা আমি ও আমার পরিবার কখনো ভুলবেনা। এলাকার জনগনকে ভালবেসে আজীবন সেবা করে যাব। নিজের সব কিছু উজাড় করে দিয়ে জনগনের খাদ্য বস্ত্র দিয়ে যাব এবং গরীব লোকজনের বান্থানের ব্যবস্থা করব। কাটাখালী রওজাতুন্নবী দাখিল মাদ্রাসা প্রঙ্গনে টেকনাফ উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হারুনর রশিদ সিক্দারের সভাপতিত্বে অনুষ্টিত বস্ত্র বিতরণী অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-আওয়মী লীগ নেতা ফিরোজ আহমদ চৌধুরী, গোলাম আকবর মেম্বার, পালংখালী ইউনিয়ন আ’লীগের সভাপতি এমএ মন্জুর , তৌহিদুল আলম, যুবলীগ নেতা আবুল মন্জুর, আবু তাহের, আবুল কালাম প্রমুখ। #########
bhai jab apne je houk na keno ,,, RIZQ BASTOBAYON BA DATA EK MATTORO ALLAHO TAALA kota bolia aponar abba marhoom ke qobore azzab dayi koriona please
allah hafez