আবদুর রহিম সেলিম, উখিয়া…কমিউনিটি পুলিশের কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করে থানা পুলিশ কমিউনিটি পুলিশের উপজেলা কার্যালয়টি বন্ধ করে দিয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় উখিয়া থানার অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহার নেতৃত্বে একদল পুলিশ উপজেলা কমিউনিটি পুলিশের কার্যালয় বন্ধ করার পর বিশাল আকাঁরের সাইনবোর্ডটি জব্দ করে থানায় নিয়ে আসেন।
জানা যায়, উখিয়া উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি জেলা আওয়ামীলীগ সদস্য মোহাম্মদ হোসাইন খানের বিরুদ্ধে নানা অভিযোগ উঠার পর গত শুক্রবার আওয়ামীলীগের এক জরুরী বর্ধিত সভায় উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদির নির্দেশে কার্যালয়টি বন্ধ করে দেওয়া হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। এদিকে বির্তকিত আওয়ামীলীগ নেতা ও কমিউনিটি পুলিশের সভাপতি মোহাম্মদ হোছাইন খানের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করে তার বিরুদ্ধে এসব ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবী করেন।
##
Leave a Reply