মোজাম্মেল হক বাহার, শামলাপুর,… ২৩ সেপ্টেম্বর সকাল ১০ঘটিকার সময় উখিয়া জালিয়াপালং ইউনিয়নের ইমামের ডেইলে একটি মিনিবাস উল্টে খাইরুল আমিন (৩০) নামক ১ যুবক নিহত হয় ও আহত হয়েছে আরো ৫জন। নিহত খাইরুল আমিন হল স্থানীয় মাদার বনিয়া গ্রামের মাষ্টার মকবুল আহাম্মদের পুত্র। জানা যায় মিনিবাসটি শামলাপুর থেকে যাত্রী নিয়ে কক্সবাজার যাওয়ার সময় ইমামের ডেইলে পোঁছে অপর একটি গাড়ি ওভার টেকিং করার সময় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তা থেকে ধান ক্ষেতে পড়ে উল্টে যায়। এ সময় বাসে থাকা এক ব্যক্তি বাস থেকে কোন রকম বের হয়ে সামনের আয়না ভেঙ্গে অপর যাত্রী গুলোকে উদ্ধার করে নিয়ে আসতে সক্ষম হলেও নিহত খাইরুল আমিনের সন্ধান পাওয়া যাইনি। কিছুক্ষন পর খাইরুল আমিনকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করলেও ৫/১০ মিনিটের ব্যবধানে সে মারা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রা-জিউন। বিকাল সাড়ে পাঁচ ঘটিকার সময় উত্তর মাদার বনিয়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। তাকে হারিয়ে তার এক স্ত্রী, ৪ সন্তান ও পিতার আতœ বিলাপের শেষ নেই এবং পুরো গ্রামে নেমে
Leave a Reply