আজ রোববার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির লোকজনের চিৎকার শুনে আমরা ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় আনোয়ারা বেগমকে পড়ে থাকতে দেখি। তবে তারা স্বামী-স্ত্রীর ঝগড়ার এক পর্যায়ে লাঠির আঘাতে তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা।
এলাকাবাসী আনোয়ারা বেগমকে হাসপাতালে নিয়ে গেলে উখিয়া উপজেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রহমত উল্লাহ তার মৃত ঘোষণা করেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আহাম্মদ সনজুর মোর্শেদ নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ওই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
Leave a Reply