এম বশর চৌধূরী, উখিয়া, কক্সবাজারের উখিয়ার রূপপতি এলাকায় সিএনজি টেক্সির গতিরোধ করে নগদ টাকা, মোবাইল ফোন সহ আড়াই লাখ টাকার মালামাল লুট করেছে সংঘবদ্ধ ডাকাদ দল। গতকাল ১৯ সেপ্টেম্বর (বুধবার) সকাল সাড়ে ১১টায় ৮/৯ জনের সংঘবদ্ধ ডাকাত দল ২টি সিএনজি গাড়ী নিয়ে ফিল্মি ষ্টাইলে ডাকাতি সংঘটিত করে। ডাকাতের হামলায় সিএনজি চালক সহ ২জন আহত হয়েছে। অভিযোগে প্রকাশ, টেকনাফ উপজেলার বাহারছড়া হাজম পাড়ার মৌলভী মনিরুজ্জামানের ছেলে ব্যবসায়ী রাহামত উল্লাহ (৩৫) গাড়ী ক্রয়ের জন্য ২ লাখ ২০ হাজার টাকা নিয়ে একই গ্রামের বদিউর রহমানের ছেলে বাদশা আলমের চালিত কক্সবাজার,থ ১১-২০৭১ সিএনজি গাড়ী নিয়ে সোনার পাড়া আসার পথে রূপপতি এলাকার এলজিইডি সড়কে পৌছিলে সংঘবদ্ধ ৮/৯ জনের ডাকাত দল ২টি সিএনজি গাড়ী নিয়ে সড়কের ব্যারিকেড দিয়ে ব্যবসায়ী রহামত উল্লাহ (৩৫) ও সিএনজি চালক বাদশা মিয়া (২২) কে মারধর নগদ, টাকা, মোবাইল ফোন সহ আড়াই লাখ টাকার মালামাল ছিনিয়ে নেয়। ডাকাতের মারধরে আহত ব্যবসায়ীকে মুর্মূষ অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকা। আহত ব্যবসায়ীর ভাই আহম্মদ উল্লাহ জানান, পাটোয়ার টেক এলাকার বাদশা মিয়ার ছেলে কুখ্যাত ডাকাত আহম্মদ উল্লাহ (২৫) সহ সংঘবদ্ধ ডাকাত দল এ ঘটনা ঘটায়। সে আরও জানান, ডাকাতির কাজে কক্সবাজার-থ,১১-১৭৬১ ও পেছনের হুড়ে ছমিরা লেখা ২টি সিএনজি টেক্সি ব্যবহার করা হয়েছে। উল্লেখ, গত ২২ আগষ্ট রাত ১১.৩০ ঘটিকার চেপটখালী এলাকায় পুলিশের সিএনজি টেক্সিতে ডাকাতি সংঘঠিত হয়েছিল। সংঘবদ্ধ ডাকাত দল ৩জন পুলিশ সদস্যকে মারধর করিয়া পুলিশের ১টি শর্ট গান ছিনাইয়া নিয়াছিল।
Leave a Reply