হুমায়ুন কবির জুশান, উখিয়া::::উখিয়ায় রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের পিছনে বনভূমির জমিতে পাহাড় কেটে সীমানা প্রাচীর নির্মাণ কাজ চললেও বন বিভাগের কর্মকর্তাদের ঘুম ভাংছে না। স্থানীয় লোকজন অভিযোগ দেওয়ার পরও বনবিভাগ বলছে, এধরনের খবর তাদের জানা নেই। গতকাল শুক্রবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, এ উপজেলার উখিয়া রেঞ্জের অধীনে ওয়ালাবিটের আওতায় ঘিলাতলী পাড়া গ্রামের যতিন্দ্র মোহনের ছেলে পরিমল চন্দ্র বনবিভাগের জায়গা দখল করে ওই জমির উপরে বসতবাড়ী নির্মাণ করে বাড়ীর চারপাশের পাহাড় কেটে বিশাল আকারে সীমানা প্রাচীর নির্মাণ করে যাচ্ছে। এব্যাপারে স্থানীয় গ্রামবাসীর প থেকে উখিয়া রেঞ্জ ও ওয়ালা বিট কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ দায়ের করলেও কোন ব্যবস্থা গ্রহণ করেনি। এব্যাপারে জানতে চাইলে উখিয়া রেঞ্জ কর্মকর্তা বশিরুল আল মামুন বলেন, এব্যাপারে বিষয়টি খতিয়ে দেখা হবে। যদি সংবাদটি জনগুরুত্বপূর্ণ হয় তা পত্রিকায় চাপিয়ে দেন। সংশ্লিষ্ট বিট কর্মকর্তা মনিরুজ্জামান মোটা অংকের বিনিময়ে এ সীমানা প্রাচীর নির্মাণ করার সুযোগ দিয়ে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এব্যাপারে অভিযুক্ত ওয়ালা বিট কর্মকর্তার নিকট জানতে চাইলে তিনি ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
দেশকে ুধা ও দারিদ্র মুক্ত করতে শতভাগ শিার কোন বিকল্প নেইঃ শাহজালাল চৌধুরী হুমায়ুন কবির জুশান, উখিয়া (কক্সবাজার) ॥ তারিখ: ১৯/০৭/২০১৩ইং কক্সবাজারের সমুদ্র উপকূলবর্তী এলাকায় জালিয়া পালং ইউনিয়ন পরিষদ সম্মেলন কে আনন্দ স্কুলের শিক-শিকিাদের সাথে মতবিনিময় কালে উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. শাহজালাল চৌধুরী বলেছেন, দেশকে ুধা ও দারিদ্র মুক্ত করতে শতভাগ শিার কোন বিকল্প নেই। আমরা প্রত্যেকেই স্ব-স্ব অবস্থান থেকে শিার জন্য কাজ করি। বর্তমান সরকার শিার প্রতি খুবই আন্তরিক। শিা ছাড়া কোন জাতি উন্নতির চরম শিখরে পৌঁছতে পারে না। তাই প্রাথমিক বিদ্যালয় থেকে ঝড়ে পড়া শিশুদের লেখাপড়ার মান উন্নয়নের ল্েয আনন্দ স্কুল কাজ করে যাচ্ছে। এ কাজে সবাইকে সহযোগিতা করার আহবান জানান। গতকাল শুক্রবার বেলা ২ ঘটিকার সময় স্থানীয় জালিয়া পালং ইউনিয়ন পরিষদ সম্মেলন কে প্রাথমিক সহকারী শিা কর্মকর্তা সাহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শফিউল আলম বাবুল, আবু তাহের মেম্বার, বশির আহাম্মদ প্রমুখ।
হুমায়ুন কবির জুশান উখিয়া, কক্সবাজার। ০১৮১৯-৫১৬০২০