আবদুর রহিম সেলিম……..উখিয়ায় এক দিকে ভূমি অফিসের দাখিলা সংক্রান্ত জটিলতা ও অন্যদিকে রেজিষ্ট্রি অফিসের কার্যক্রম বন্ধ থাকায় দু’ য়ের মাঝখানে পড়ে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে সরকার ও জনগণ। উখিয়া ভূমি অফিসে তহশীলদার না থাকায় জমির দাখিলা কাটতে জমি ক্রেতাদের ব্যাপক দূর্ভোগ পোহাতে হচ্ছে। গত ১ সপ্তাহে উপজেলা সাব-রেজিষ্ট্রার অফিসে কমপক্ষে ৩০টি দলিল দাখিলা সংকটের কারনে রেজিষ্ট্রি করতে পারেনি। এতে সরকার কমপক্ষে কোটি টাকার উপরে রাজস্ব পাওয়া থেকে বঞ্চিত হয়েছে। একই ভাবে ভূমি অফিসে তহশীলদার না থাকায় দাখিলা সক্রান্ত সংকটের সৃষ্টি হয়। এখানেও সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। দু’প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী সংকটের কারনে এ অবস্থার সৃষ্টি হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। দলিল লিখক মোঃ শাহ জাহান জানান, গত কয়েকদিন ধরে দাখিলা সংকটের কারনে ৬টি দলিল সম্পাদনের পরও রেজিষ্ট্রি করতে পারিনি। এতে ভূমি অফিস এবং রেজিষ্ট্রি অফিসের অপূরনীয় ক্ষতি হচ্ছে। উপজেলা ভূমি ও নির্বাহী কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম জানান, দু’জন তহশীলদার অনত্রে বদলী হয়ে যাওয়ায় তাদের স্থলে এখনো পর্যন্ত কেউ যোগদান না করায় দাখিলা সংক্রান্ত জটিলতা সৃষ্টি হচ্ছে। তবে শীঘ্রই এ অবস্থার অবসান ঘটবে বলে তিনি জানান।
Leave a Reply