প্রাইম নিউজ বিডি… কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের মধ্যে গরুর মাংস বিতরণকালে তুরস্কের এক সংসদ সদস্য (এমপি) সহ ১৭ বিদেশি নাগরিককে আটক করা হয়েছে।সরকারের অনুমতি ছাড়া রোহিঙ্গাদের মধ্যে মাংস বিতরণ করায় শনিবার তাদের আটক করে পুলিশ।কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) সেলিম মো. জাহাঙ্গীর বলেন, তুরস্কের সংসদ সদস্য সুকিও গাজলসহ ৫০ জনের একটি দল দুই দিন আগে ভ্রমণের জন্য কক্সবাজার আসে। তারা সৈকতের পাশে একটি হোটেলে ওঠে।
তিনি বলেন, শনিবার সকাল নয়টার দিকে রোহিঙ্গাদের মধ্যে গরুর মাংস বিতরণকালে পুলিশ তাদের আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদ করে দুপুরে ঢাকার উদ্দেশে পাঠানো হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা বলেন, সকাল নয়টার দিকে তুরস্কের সংসদ সদস্য সুকিও গাজলের নেতৃত্বে প্রায় ২০ জনের একটি দল কক্সবাজার শহর থেকে উখিয়ায় আসে। এরপর কুতুপালং এলাকায় গিয়ে মিয়ানমারের রোহিঙ্গাদের মধ্যে গরুর মাংস বিতরণ শুরু করে।
এ সময় পুলিশ সংসদ সদস্য গাজলসহ ১৭ বিদেশিকে আটক করে। এর মধ্যে ব্রিটেন ও হল্যান্ডের দুজন ছাড়া বাকিরা সবাই তুরস্কের নাগরিক। আরও কয়েকজন বিদেশি পালিয়ে গেছে বলে তিনি জানান।
এরআগে রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা দেয়ায় কক্সবাজারে যুক্তরাজ্যভিত্তিক মুসলিম এইড সহ দুটি বিদেশি বেসরকারি সংস্থার কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। রোহিঙ্গারা যাতে বাংলাদেশে অনুপ্রবেশে উৎসাহিত না হয় এজন্য এসব ব্যবস্থা নেয়া হচ্ছে বলে সরকার জানা
Leave a Reply