এম বশর চৌধুরী…কক্সবাজারের উখিয়া উপজেলা আনসার ভিডিপির টি আই জসিম উদ্দিন চৌধুরীর অনিয়ম র্দূনীতির তদন্ত শুরু হয়েছে। উক্ত কর্মকর্তা চাকুরীতে যোগদানের পর থেকে ভুঁয়া আনসার নিয়োগ, সাধারন আনসারদের চাকুরী দেওয়ার নামে লাখ লাখ টাকার ঘুষ বাণিজ্য, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্ব পালনকারী গরীব আনসারদের বেতন আত্মসাৎ, বদলী বাণিজ্য, অদক্ষ এবং ভুঁয়া আনসার দিয়ে সশস্ত্র আনসার ক্যাম্প নিয়ন্ত্রন, ভুঁয়া মাষ্টার রোল দেখিয়ে অর্থ আত্মসাৎ, বিরোধীয় জমি জবর দখল, আনসার ভিডিপির জমি অনত্র বিক্রির পায়তারা সহ বিভিন্ন অপরাধ জনক কাজে আনসারদের ব্যবহার করেছে। উক্ত বিষয় সাধারণ আনসার সদস্যরা আনসারের মহা পরিচালক সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করায় উক্ত কর্মচারীর বিরুদ্ধে ১০ সেপ্টেম্বর থেকে তদন্ত শুরু হচ্ছে। আনসারের উপ-অধিনায়ক মোঃ ইসাহাক, জোরারগঞ্জ, মিরসরাই, চট্রগ্রামের স্মারক নং- ৪৪.০৩.২০১৫. ০০১.২১.০০২.১২-২১২০, তারিখ ২৫/০৭/২০১২ ইং এর আদেশ মূলে এ তথ্য জানা গেছে।
জানা যায়, গত দেড় বছর পূর্বে চট্রগ্রামের ফটিকছড়ি গ্রামের বাসিন্দা জসিম উদ্দিন চৌধুরী উপজেলা আনসার প্রশিক্ষক (টি আই) হিসাবে উখিয়া আনসার অফিসে যোগদান করেন। উক্ত কর্মকর্তা চাকুরীতে যোগদানের পর থেকে ব্যাপক অনিয়ম, র্দুনীতিতে জড়িয়ে পড়ে। খোঁজ খবর নিয়ে জানা যায়, উখিয়া উপজেলার সমুদ্র উপকুলীয় এলাকায় কয়েকটি স্বশস্ত্র ও কয়েকটি নিরস্ত্র আনসার ক্যাম্প রয়েছে। তথায় প্রতি ক্যাম্পে ১ জন পি,সি, ১ জন এ,পি,সি ও পর্যাপ্ত সংখ্যক আনসার থাকার সরকারী নিয়ম আছে। উক্ত আনসার ক্যাম্পে পুলিশ লাইন কর্তৃক সরকারী নির্দেশে .৩০৩ রাইফেল ও প্রয়োজনীয় গোলাবারুদ রয়েছে। টি আই জসিম উদ্দিন চৌধুরী ও জেলা কমান্ডেন্ট আনসার ক্যাম্পে দূর্নীতির মাধ্যমে আনসার কম রেখে বেতন ও রেশন আত্মসাৎ করে আসছে। সোনার পাড়ার সীমার্ক বিডি ক্যাম্পে আজিজুর রহমান নামের ১জন ভূঁয়া আনসার অলিখিত ভাবে নিয়োগ দেয়া হয়েছে। উক্ত ভুঁয়া আনসার আজিজুর রহমান জেলা আনসার অফিসের পূর্বের আদেশে থাকা ও নিয়োগকৃত শাহজাহান নামের আনসার পরিচয়ে সোনার পাড়ার সীমার্ক বিডি ক্যাম্পে রেখেছিল। উক্ত আজিজুর রহমানের নাম ঠিকানা অজ্ঞাত ও বিধি মোতাবেক পুলিশ প্রত্যায়ন পত্র নাই। ইনানী এলাকার টিকে গ্র“প আনসার ক্যাম্প থেকে সরকারী আদেশ ছাড়া সী-মার্ক বিডি লিঃ আনসার ক্যাম্পে মোস্তফা কামাল নামের অপর একজন ভুঁয়া আনসারকে বর্ণিত সশস্ত্র আনসার ক্যাম্পে নিয়োগ দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে। উক্ত ভুঁয়া আনসারের ব্যপারে জেলা অফিসের কোন প্রকার লিখিত সরকারী আদেশ পত্রও ছিলনা। এ ছাড়াও উক্ত টি আই জসিম ভুয়া কাগজ পত্র সৃজনের মাধ্যমে হাসান রিয়েল এষ্ট্রেট সশস্ত্র আনসার ক্যাম্পর আনসার সদস্যদের মাধ্যামে অস্ত্রের হুমকি দিয়া কক্সবাজার সদরের রুমালিয়ার ছড়ার বাসিন্দা দৈনিক দিনকাল কক্সবাজার প্রতিনিধি সাংবাদিক নুরুল ইসলাম হেলালীর ১০ কোটি টাকা মূল্যের জমি ভুমি দস্যু ইলিয়াছ সওদাগরকে দখল করে দিয়েছে।
এদিকে টি আই জসিমের বিরুদ্ধে অনিয়ম র্দূনীতির তদন্ত শুরু হওয়ায় উক্ত কর্মচারী তদন্তকারী কর্মকর্তাকে ম্যানেজ করার জন্য মোটা অংকের মিশন নিয়ে মাঠে নেমেছে। কক্সবাজারস্থ হোটেল সীগাল নামে তারকা হোটেলে তদন্তকারী কর্মকর্তার জন্য বিলাস বহুল কক্ষ, উন্নত মানের খাবারের আয়োজন করেছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। যার কারণে দূর্ণীতির ঘটনা ধামাচাপা পড়ার আশংকা আছে।
Leave a Reply