এম বশর চৌধুরী উখিয়া, উখিয়া উপজেলা আনসারের টি আই জসিমের অপসারণ দাবীতে উখিয়ার বিভিন্ন গ্রামের সাধারণ আনসার সদস্যরা মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ প্রেরণ করেছেন।লিখিত অভিযোগে উল্লেখ করেন, উখিয়া উপজেলা আনসারের টি আই জসিম উদ্দিন চৌধুরী উখিয়ায় যোগদানের পর থেকে জড়িয়ে পড়েছে সিমাহীন অনিয়ম ও র্দূনীতিতে। সে নিয়মিত অফিস করেনা, সাধারণ আনসারদের সাথে র্দুব্যবহার, ভুঁয়া আনসার নিয়োগ, চাকুরী দেওয়ার নামে লাখ লাখ টাকার ঘুষ বাণিজ্য, বদলী বাণিজ্য, অদক্ষ এবং ভুঁয়া আনসারদের দিয়ে সশস্ত্র আনসার ক্যাম্প নিয়ন্ত্রন, ভুঁয়া মাষ্টার রোল দেখিয়ে অর্থ আত্মসাৎ, আনসার সদস্য দিয়ে বিরুধীয় জমি জবর দখল সহ বিভিন্ন অপরাধ জনক কাজে আনসারদের ব্যবহার করা হচ্ছে। অভিযোগে উল্লেখ করা হয়, উখিয়া উপজেলা আনসারের টি আই জসিম উদ্দিন চৌধূরী ও জেলা আনসারের কতিপয় কর্মকর্তাদের নিয়ন্ত্রনাধীন একটি শক্তিশালী সিন্ডিকেট চক্র দীর্ঘ দিন ধরে এসব অপকর্ম করে আসছেন। কক্সবাজার জেলা শহরে বিলাস বহুল ভাড়া বাসা নিয়ে টি আই জসিম স্ব-পরিবারের বসবাস করে। উখিয়ায় নিয়মিত অফিস করেনা। যার কারণে আনসার বাহিনীর সুনাম সুখ্যাতি মারাত্মক ভাবে ক্ষুন্ন হচ্ছে। জানা যায়, গত দেড় বছর পূর্বে উপজেলা আনসার প্রশিক্ষক (টি আই) হিসাবে চট্রগ্রামের ফটিকছড়ি গ্রামের বাসিন্দা জসিম উদ্দিন চৌধুরী উখিয়া আনসার অফিসে যোগদান করেন।
Leave a Reply