প্রেস বিজ্ঞপ্তি। >কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য শাহ জাহান চৌধুরী গতকাল সোমবার উখিয়ায় ক্ষতিগ্রস্থ বৌদ্ধ মন্দির সমূহ পরিদর্শন করেছেন। এ সময় বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন ও মন্দিরের বৌদ্ধ ভিক্ষু এবং উপসানালয়ে দায়িত্বরত নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। সাবেক সাংসদ শাহ জাহান চৌধুরী গতকাল পশ্চিম মরিচ্যা বৌদ্ধ বিহার, পশ্চিম সুদর্শন বৌদ্ধ বিহার, পিনজির সধর্ম বৌদ্ধ বিহার, জাদিমুরা প্রাচীনতম বৌদ্ধ বিহার পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ সভাপতি বাবু লাল বড়–য়া, উখিয়া ভিক্ষু সমিতির সভাপতি ভদন্ত শাসন মহাথের জেলা বিএনপির সদস্য মুক্তিযোদ্ধা এম আবদুল হাই, বিএনপি নেতা আব্দুর রহিম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জামাল মাহমুদ, সাংবাদিক শফিউল ইসলাম আজাদ প্রমূখ। পরিদর্শনের সময় ক্ষতিগ্রস্থ বৌদ্ধ বিহারে নগদ অর্থ প্রদান করেন তিনি।
জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ শাহ জাহান চৌধুরী সংবাদ পত্রে প্রেরিত এক বিবৃতিতে কোরআন শরীফ অবমাননার প্রতিবাদে বৌদ্ধ মন্দিরে হামলা, ভাংচুর ও অগ্নি সংযোগের মত ন্যাক্কার জনক সংঘটিত ঘটনার তীব্র নিন্দা জানান। স¤প্রীতি বান্ধব এ দেশে এ ঘটনা কারও জন্য কাম্য নয়। তিনি এ ঘটনার দুঃখ প্রকাশ করেন। সম্প্রদায় সম্প্রীতি যাতে নষ্ট না হয় সবাইকে ধৈয্যশীল হয়ে স্ব-স্ব অবস্থানে থাকার জন্য সকলের প্রতি আহবান জানান। বিবৃতিতে তিনি স্বরাষ্ট্র মন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর ও তথ্য মন্ত্রী হাসানুল হক ইনুর বক্তব্যের ক্ষোব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, সরকারের দায়িত্বশীল মন্ত্রী হয়ে অদায়ীত্বশীল ও বাল্য সুলভ বক্তব্য দিয়ে দেশকে সাম্প্রদায়িক দাঙ্গায় ঠেলে দেওয়ার মত অপচেষ্টার ঘটনা খুবই নিন্দানীয়। তিনি বলেন, তাদের বক্তব্য সাম্প্রদায়িক সম্প্রীতি সু-সম্পর্কের চেয়ে বিরোধী দলকে জড়ানোর যে চেষ্টা করেছে তা রাজনৈতিক খেলা ছাড়া আর কিছু নয়। সরকারের উচিত অগ্নিসংযোগ ও হামলা প্রতিরোধ করে দেশকে শান্তির পথে এগিয়ে নেওয়া। কিন্তু সর্ব ক্ষেত্রে ব্যর্থ সরকার যেখানে দেশের মানুষের জান মালের নিরাপত্তা দিতে পারে না সেখানে বিরোধী দল বিএনপি ও ১৮ দলীয় জোট নেতাদের বিচ্ছিন্ন ঘটনায় জড়িত করাই ছিল এ সরকারের এজেন্ডা। তিনি সংঘটিত বিচ্ছিন্ন ঘটনায় বিএনপি তথা ১৮ দলীয় জোটের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার ও মিথ্যা মামলা দায়ের করারও আশংকা করেছেন। সর্বশেষ সম্প্রদায় সম্প্রীতি যাতে বিনষ্ট না হয় সে সম্পর্কে সবাইকে সজাগ ও দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য আহবান জানান।
##
সংবাদ প্রেরক
শফিউল ইসলাম আজাদ
উখিয়া, কক্সবাজার
০১৮১৮৯-৭৮৫৪৯৬।
Leave a Reply