আবদুর রহিম সেলিম…কক্সবাজারের উখিয়ায় একটি বাড়ী-একটি খামার প্রকল্পের আওতায় ২শ ৪৩ জন উপকারভোগীদের মধ্যে গাভী পালন, হাসঁ মুরগী পালন, মৎস্য চাষ ও নার্সারী সৃজনের জন্য প্রায় সাড়ে ২৪ লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়েছে। গতকাল রোববার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও পল¬ী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) উখিয়ার উদ্যোগে ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি প্রধান অতিথি হিসেবে দরিদ্র জনসাধারনের মাঝে ঋনের চেক বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে চেক বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট একেএম শাহ জালাল চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন বিআরডিবি কর্মকর্তা মোঃ নুরুল হক। প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে উপকারভোগীদের ঋনের টাকা নিয়ে করনীয় সম্পর্কে বক্তব্য রাখেন একটি বাড়ী-একটি খামার প্রকল্পের উপজেলা প্রকল্প সমন্বয় সহকারী আবদুল করিম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিআরডিবির চেয়ারম্যান হুমায়ুন কবির চৌধুরী, রতœাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল কবির চৌধুরী, রাজাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী, জালিয়াপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোছাইন চৌধুরী, হলদিয়াপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু। প্রধান অতিথি সাংসদ আবদুর রহমান বদি তাঁর বক্তব্যে বলেন, প্রকল্পের ঋনের তালিকায় মহিলাদের অগ্রাধিকার দেওয়া হয় এবং বর্তমান সরকার মহিলাদেরকে অগ্রধিকার দিয়ে বৈষম্য দূর করেছে। ৩৬টি সমিতির ২শ ৪৩ জন সদস্যদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে ঋনের চেক বিতরণ করা হয়।
#
Leave a Reply