এম বশর চৌধুরী উখিয়া কক্সবাজার ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি সিআইপি বলেছেন, অতীতের সংসদ সদস্যদের গাফেলতি ও একা গোয়েমীর কারনে উখিয়া-টেকনাফে তেমন কোন উন্নয়ন হয়নি। বর্তমান মহাজোট সরকার শিক্ষাকে গুরুত্ব দিয়ে জানুয়ারী মাসের প্রথম দিনেই নতুন শিক্ষার্থীদের মাঝে বই তুলে দিচ্ছেন। পাশাপাশি দু’উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের জন্য বিস্কিট বিতরণ কার্যক্রম চালু করেছে। বিরোধী দলের নেতাকর্মীরা বর্তমান সরকারের চলমান উন্নয়ন কর্মকান্ডে ব্যাঘাত ঘটাতে মরিয়া হয়ে উঠেছে। জননেত্রী শেখ হাসিনাকে এ আসনটি পুনরায় উপহার দিতে বিরোধী দলের ষড়যন্ত্র নস্যাৎ করতে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৪টায় মরিচ্যা ষ্টেশন চত্বরে উপজেলার হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। উক্ত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন, হলদিয়াপালং ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু। প্রধান অথিতির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট একে আহমদ হোছাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মাহমুদুল হক চৌধুরী। অন্যান্যদের বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা, জেলা ছাত্রলীগের সভাপতি আলী আহমদ, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও হলদিয়া পালং ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল হক আমিন, আওয়ালীমীগ নেতা এডভোকেট খাইরুল আমিন, মোস্তাফিজুর রহমান, ইস্কান্দর মির্জা, উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক ও হলদিয়াপালং ইউপি সদস্য স্বপন শর্মা রণি, জেলা যুবলীগের সদস্য ও পালংখালী ইউপি প্যানেল চেয়ারম্যান ফজল কাদের ভুট্টো, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমাম হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছৈয়দ মোহাম্মদ নোমান, দপ্তর সম্পাদক রাসেল উদ্দিন সুজন প্রমূখ। সভা সঞ্চালনা করেন, সাবেক ছাত্রলীগ নেতা আবুল হোসেন। উল্লেখ্য সংসদ সদস্য আবদুর রহমান বদি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাহমুদুল হক চৌধুরী কক্সবাজার জেলার সর্বোচ্চ কর দাতা নির্বাচিত হওয়ায় তাদের সংবর্ধিত করা হয়। এ সংবর্ধিত সভা এক পর্যায়ে জন সভায় রূপ নেয়।
####################################
Leave a Reply