আবদুর রহিম সেলিম,… উখিয়ার বৌদ্ধ মন্দির ও বসতিতে হামলা ও ভাংচুরে ঘটনায় ৪টি মামলার মধ্যে ২টি মামলাতে উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জেলা জামায়াত নেতা এডভোকেট শাহ জালাল চৌধুরী ও উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরওয়ার জাহান চৌধুরীকে আসামী করা হয়েছে। পশ্চিম মরিচ্যা দীপাংকুর বৌদ্ধ বিহার ভাংচুরের অভিযোগে পুলিশ বাদী হয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যানকে প্রধান আসামী করা হয়। এছাড়া পুলিশ এসল্ট মামলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরওয়ার জাহান চৌধুরীকে আসামী করা হয়। পুলিশ জানায়, মন্দির ভাংচুরে জনতাকে উস্কে দেওয়ার অভিযোগে তাকে আসামী করা হয়। উপজেলা চেয়ারম্যান এডভোকেট শাহ জালাল চৌধুরীর নিকট মুঠো ফোনে জানতে চাইলে এ ঘটনায় তাকে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন হয়ে স্থানীয় একটি প্রভবাশালী রাজনৈতিক প্রতিপক্ষ মামলা জড়িয়েছে বলে তিনি জানান। উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরওয়ার জাহান চৌধুরী এ ঘটনা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য আমার বড় ভাই শাহ জালাল চৌধুরী ও আমাকে আসামী করেছে প্রতিপক্ষ রাজনৈতিক মহল। উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ জালাল চৌধুরী ও বিএনপির সাধারণ সম্পাদক সরওয়ার জাহান চৌধুরী সহোদর বলে জানা গেছে।
##
Leave a Reply