নিজস্ব প্রতিনিধি উখিয়ার মোহাম্মদ শফির বিল গ্রামের চাঞ্চল্যকর কিশোরী কাজল রেখা (১৬) গণধর্ষন ঘটনার ৩ মাসেও মামলা রেকর্ড করেনি উখিয়া থানা পুলিশ। ওই কিশোরী মোহাম্মদ শফির বিল গ্রামের বোনের বাড়ীতে বেড়াতে গিয়ে গত ২০ এপ্রিল সন্ধ্যায় গণ ধর্ষনের শিকার হয়। এ ঘটনায় ধর্ষিতা কিশোরী বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন আদালতে সিপি মামলা নং ৪৯০/১২ দায়ের করেছিলেন। বিজ্ঞ আদালত মামলাটি তদন্তের জন্য উখিয়া থানা পুলিশ কে নিদের্শ দিলেও থানা পুলিশ রহস্য জনক কারনে মামলাটি রেকর্ড করেনি। এ ঘটনায় ধর্ষিতা কাজল রেখা বাদী হয়ে কক্সবাজার পুলিশ সুপার কে লিখিত অভিযোগ দায়ের করে কোন কাজ হয়নি। অভিযোগ উঠেছে, মামলার তদন্তকারী কর্মকর্তা ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক ফজলুল হক ধর্ষকদের মামলা থেকে অব্যহতি দেয়ার জন্য প্রকৃত ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন। এমন অভিযোগ ধর্ষিতা কাজল রেখার।
অভিযোগে প্রকাশ, জালিয়া পালং পাইন্যাশিয়া গ্রামের কেফায়েত উল্লাহর কন্যা কিশোরী কাজল রেখা হত ১৬ এপ্রিল জালিয়া পালং মোহাম্মদ শফির বিল গ্রামে বড় বোন কহিনুর আক্তারের বাড়ীতে বেড়াতে গিয়ে তথায় অবস্থান করা কালে পার্শ্ববর্তী এলাকার মীর কাশেমের ছেলে আব্দুল গনি, ফকির আহম্মদের ছেলে আব্দু শুক্কুর ও ফরিদুল আলমের ছেলে ইমাম শরিফ কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। কাজল রেখা তাদের কু-প্রস্তাবে রাজী না হওয়ায় গত ২০ এপ্রিল সন্ধায় বড় বোনের বাড়ী থেকে কাজল রেখাকে অপহরণ করে পার্শ্ববর্তী পাহাড়ে নিয়ে গিয়ে ধর্ষক আব্দুল গনি, আব্দু শুক্কুর ও ইমাম শরিফ ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষন করে।
Leave a Reply