আবদুর রহিম সেলিম,..>উখিয়ার ইনানী থেকে ১৪ জন রোহিঙ্গাকে আটক করেছে থানা পুলিশ। গত মঙ্গলবার গভীর রাতে ইনানীস্থ হোটেল সী-পাল সংলগ্ন রাস্তার মাথা থেকে এসব অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের আটক করে বলে পুলিশ জানায়। পুলিশ সূত্রে জানা যায়, রোহিঙ্গারা কাজের সন্ধানে মিয়ানমার থেকে ছুটে আসে দেশে। এসব রোহিঙ্গারা এলাকার বাড়ি-ঘরে কাজের সন্ধানের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান চিহ্নিত করে অপরাধ কর্মকান্ড সংঘটিত সহ পুরো জেলায় শ্রমের বাজার দখল করে রেখেছে। উখিয়া ও রামুতে সংঘটিত সহিংস ঘটনার জন্য রোহিঙ্গারা এ ঘটনায় সম্পৃক্ত রয়েছে এমনও সন্দেহ করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। তাছাড়া উখিয়া উপজেলায় গত ২ দিন ধরে ১৪৪ ধারা জারী থাকায় এমনিতে জনসাধারণের চলাচল এক প্রকার নিষিদ্ধ। তার উপর রোহিঙ্গাদের আনা গোনা ও অপতৎপরতার কারণে আইন শৃঙ্খলা অবনতি হওয়ার আশংকা থাকায় গতকাল বুধবার ভোর রাতে থানা পুলিশের উপ-পরিদর্শক সাইদ মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ইনানী হোটেল সী-পাল সংলগ্ন রাস্তার মাথা থেকে ১৪ জন রোহিঙ্গাকে আটক করে। আটককৃতদের মধ্যে মিয়ানমারের মন্ডু থানার নাফ পুরা গ্রামের নজির হোসেনের ছেলে মোঃ ইউনুছ (৩৫), ছৈয়দ আকবরের ছেলে জলিল (৩০), মৃত কাদির হোসেনের ছেলে মোঃ হাসান (২২), ছৈয়দ আলমের ছেলে কামাল হোসেন (২৩), আব্দুল গণির ছেলে রশিদ আহমদ (২০), হোসন আহমদের ছেলে মোহাম্মদ ত্বোহা (২১), বাদশা মিয়ার ছেলে ছৈয়দ আলম (১৮), আলী আহমদের ছেলে নজির (২৬), মোহাম্মদ কালুর ছেলে আমান উল্লাহ (২০), নুরুল বশর (২৮), নুরুল ইসলাম (৩২) সহ ১৪ জন রোহিঙ্গা। তাদেরকে গতকাল দুপুরে তুমব্র“ বিজিবি ক্যাম্পে স্বদেশে ফেরতের জন্য হস্তান্তর করা হয়। উখিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নীলু কান্তি বড়–য়া আইন শৃংখলা রক্ষার স্বার্থে ও যে কোন ধরনের নাশকতা এড়াতে পুলিশ ১৪ জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করে।
##
Leave a Reply