প্রেস বিজ্ঞপ্তি
উখিয়ানিউজ ডটকমের সম্পাদক ও প্রকাশক, বিডি২৪লাইভ ডটকম, দৈনিক ভোরের ডাক ও দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকার উখিয়া প্রতিনিধি ওবাইদুল হক আবু চৌধুরীর বিরুদ্ধে গত ১৪ নভেম্বর কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সাবেক ইউপি সদস্য বখতিয়ার আহমদ একটি মিথ্যা মামলা দায়ের করেন । কয়েক মাস যাবত তার অপকর্ম তুলে ধরে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ করা হলেও সাবেক বিতর্কিত ইউপি সদস্য বখতিয়ার আহমদ উখিয়ানিউজ ডটকমের সম্পাদক এর বিরুদ্ধে মিথ্যা মামলা করেন। দ্রুত উক্ত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী ও মিথ্যা মামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন কক্্রবাজারনিউজ ডটকমের চেয়ারম্যান- প্রফেসর আকতার চৌধুরী, কক্্রবাজার টুডে ডটকমের সম্পাদক-আহমদ গিয়াস ,টেকনাফনিউজ ডটকমের সম্পাদক- সাইফুল ইসলাম সাইফী, কক্সটাইম২৪ ডটকমের সম্পাদক শাহাজান চৌধুরী শাহীন, রামু নিউজ ডটকমের প্রকাশক মিজানুল হক,ঈদগাহনিউজ ডটকমের চেয়ারম্যান- রেজাউল করিম,চকরিয়া নিউজ ডটকমের সম্পাদক জহিরুল ইসলাম, মহেশখালীনিউজ ডটকমের প্রকাশক-রওশন আলীসহ কক্্রবাজার অনলাইন নিউজ পেপার এসোসিয়েশন পরিবার
Leave a Reply