এম বশর চৌধূরী, উখিয়া কক্সবাজারের উখিয়ার ডেইল পাড়া ও নিদানিয়া সমুদ্র চরে রোহিঙ্গা পরিবারকে বসতী স্থাপনের সুযোগ দিয়ে শত শত একর সরকারী খাস জমি অবৈধ দখল করে রেখেছে একটি সংঘবদ্ধ ভুমি দস্যু চক্র। ডেইল পাড়া থেকে নিদানিয়া পর্যন্ত ১কিলোমিটার এলাকায় গত কয়েক বছরের ব্যবধানে গঠে উঠেছে অর্ধ শতাধিক রোহিঙ্গা বসতি। এসব রোহিঙ্গারা প্রতিনিয়ত বিভিন্ন বসত ঘর ও সড়কে ডাকাতি, বনাঞ্চল ও ঝাউ বাগান নিধন, মাদক ও ইয়াবা ব্যবসা নিয়ন্ত্রণ, পতিতাবৃত্তি সহ নানা অপকর্ম করে আসছে। যার কারণে এলাকার আইন শৃংখলার মারাত্মক অবনতি হচ্ছে। পাশাপাশী বিপুল পরিমান সরকারী খাস জমি ভুমি দস্যুদের দখলে চলে যাচ্ছে। অভিযোগে প্রকাশ, জালিয়া পালং ইউপির ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ হোছাইন প্রকাশ কালু মেম্বারের ছেলে আবুল কালাম সহ সংঘবদ্ধ ভুমি দস্যু চক্র দীর্ঘ দিন ধরে জালিয়া পালং ইউনিয়নের ডেইল পাড়া, নিদানিয়া, সোনার পাড়া ও ইনানী এলাকার সরকারী খাস জমি অবৈধ ভাবে দখল করে মোটা অংকের টাকার বিনিময়ে বিক্রি করে আসছে। ভুমি দস্যুদের টার্গেট সরকারী খাস জমি রোহিঙ্গাদের বসতী স্থাপনের সুযোগ দিয়ে দখল চিহ্নিত করে পরে মোটা অংকের টাকার বিনিময়ে বিক্রি করা। যার কারণে অবৈধ রোহিঙ্গারা নির্ভিগ্নে বাংলাদেশে স্থায়ী বসবাসের সুযোগ পাচ্ছেন। নিদানিয়া গ্রামের অনেক মানুষের অভিযোগ, নিদানিয়া এলাকার আল শরফ হ্যাচারী ও বৈশালী হ্যাচারীর পশ্চিম পর্শ্বের বিপুল পরিমান সরকারী খাস জমি সম্প্রতি জবর দখল করে ৪টি রোহিঙ্গা পরিবারকে বসতি স্থাপনের সুযোগ করে দিয়েছে ভুমি দস্যু আবুল কালাম ও তার বাহিনীর লোকজন। তৎমধ্যে রোহিঙ্গা আব্দুর রশিদ (৩৫) ও আবুল কালাম (৩২), দীর্ঘ দিন ধরে ইয়াবা ট্যাবলেট সহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত। স্থানীয়রা জানিয়েছেন, এলাকায় জায়গা জমির মূল্য বেড়ে যাওয়ায় প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য ভুমি দস্যুরা রোহিঙ্গা নারীদের দিয়ে এলাকার নিরপরাধ লোকদের বিরুদ্ধে মিথ্যা নারী নির্যাতন ও ধর্ষন মামলা করে হয়রানী করে থাকে। জালিয়া পালং ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী জানান, রোহিঙ্গাদের কারণে এলাকায় অপরাধ প্রবণতা বেড়েছে। পুলিশ সহ আইন শৃংখলা বাহিনীর কড়া নজরদারী ও আইনের যথাযথ প্রয়োগ না থাকায় রোহিঙ্গারা জালিয়া পালং ইউনিয়নের সমুদ্র চরে অবৈধ ভাবে বসবাসের সুযোগ পাচ্ছেন। তিনি সমুদ্র চরের খাস জমিতে অবৈধভাবে বসবাসরত রোহিঙ্গাদের উচ্ছেদ করে রোহিঙ্গাদের আশ্রয় দাতাদের বিরুদ্ধে আইনের আওতায় আনার দাবী জানান।
Leave a Reply