পবিত্র কোরআন অবমাননার ঘটনার জের ধরে উখিয়ায় ৪টি বৌদ্ধ বিহারে হামলা করা হয়েছে। রবিবার বাদে মাগরিব মিছিল ও হামলার ঘটনায় পুলিশ বিক্ষোভকারী মুখোমুখি সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় ৮ জন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়েছে। সন্ধ্যার পর থেকেই উখিয়ার মরিচ্যা, কোটবাজার, উপজেলা সদরে জনতার সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় শত শত দোকানপাট বন্ধ হয়ে যায়। কয়েক হাজার লোক পালিয়ে আত্মরক্ষা করে।
জানা যায়, রামুতে বৌদ্ধ যুবক কর্তৃক কোরআন অবমাননার প্রতিবাদে রবিবার সন্ধ্যায় উখিয়ার জাদিমুরা এলাকায় বৌদ্ধ বিহার ও জাদিতে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। এসময় পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাদে মাগরিব কোটবাজার স্টেশনে কয়েক হাজার মুসল্লী স্থানীয় মন্দিরে হামলার প্রস্তুতি নিলে পুলিশ গুলি চালায়। এসময় ৪ জন পুলিশ ও ৮ জন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়। এ ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
Leave a Reply