দীপন বিশ্বাস,উখিয়া:…কক্সবাজার-টেকনাফ সড়কের কেরুনতলী প্রাথমিক বিদ্যালয়ের সামনে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় উখিয়ার পালংখালী ইউনিয়ন শাখার ছাত্রলীগের সহ-সভাপতি জুবায়ের (২৫) এর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩ টায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, জুবায়ের হোয়াইক্ষ্যং ইউনিয়নের উলুবনিয়া এলাকায় বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথিমধ্যে উক্ত স্থানে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহি হায়েজ মাইক্রোবাস তার মোটর সাইকেলে ধাক্কা দেয়। এতে সে ঘটনাস্থলেই প্রাণ হারায়। সে পালংখালী এলাকার মোক্তার আহমদের ছেলে। ঘাতক মাইক্রোবাসটি জনতা আটক করে থাইনখালী হাইওয়ে পুলিশ ফাঁড়িতে দিয়েছে।
Leave a Reply