*মোঃ রেজাউল করিম – পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ঈদগাঁওর অসহায় ও দরিদ্রদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করলো ইউনিয়ন পরিষদ। গত কয়েকদিন যাবৎ প্রত্যন্ত এলাকার অসহায় লোকদের মাঝে এ চাল বিতরণ করা হয়। ইউপি প্রাঙ্গনে বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী। ইউনিয়ন পরিষদ সূত্র জানায়, গত ঈদুল ফিতরের ন্যায় ঈদগাঁও ইউনিয়ন পরিষদের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষ্যে ২৩৮৫ পরিবারের মধ্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়। প্রতি পরিবারকে ১০ কেজি হারে চাল দেয়া হয়। সরকারের ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় ইউনিয়ন পরিষদ নিজস্ব উদ্যোগে ভিজিএফ এর এ চাল বিতরণ করে পবিত্র কোরবানে অসহায় ও খেটে খাওয়া মানুষের মুখে হাসি ফুটাতে। চাল বিতরণ কালে অন্যান্যের মধ্যে ইউনিয়ন পরিষদের সদস্য/সদস্যা, পরিষদ সচিব, সহ-সচিব, তথ্যসেবা উদ্যোক্তা, সহকারী উদ্যোক্তা এবং গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply