টেকনাফ নিউজ ডেস্ক : ঈদের ছুটি শেষে গতকাল সরকারি অফিস-আদালত খুললেও উপস্থিতির হার ছিল একেবারেই কম। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে সকাল ৯টা থেকে আসতে শুরু করেন কর্মকর্তা-কর্মচারীরা। বেলা সাড়ে ১১টা পর্যন্ত উপস্থিতির হার ৬০ শতাংশের মতো ছিল বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান। সচিবালয়ের অনেক কক্ষেই ওই সময় পর্যন্ত কোনো কর্মকর্তা-কর্মচারীকে দেখা যায়নি।
যারা এসেছিলেন, তাদের সময় কেটেছে পরস্পরের সঙ্গে কোলাকুলি আর কুশল বিনিময় করে।
সরকারের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ছুটি শেষ হলেও অনেকে ঢাকায় ফিরতে পারেননি। তাই আজ (সোমবার) উপস্থিতির হার কম। ঈদের ছুটির সঙ্গে অনেকেই বাড়তি দুই বা তিনদিন ছুটি নিয়ে পরিবার নিয়ে গ্রামের বাড়িতে গেছেন। তারা ফিরলে চলতি সপ্তাহের শেষদিকে উপস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন ওই কর্মকর্তা। ঈদের পরও ছুটির আমেজ থাকায় সচিবালয়ে দর্শনার্থীদের অভ্যর্থনা কক্ষটি একেবারে খালি দেখা যায়। এদিকে গতকাল মন্ত্রিসভার নিয়মিত বৈঠক হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না বলে জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
Leave a Reply