মোঃ রেজাউল করিম, ঈদগাঁও:::কক্সবাজার সদরে ঈদগাঁও বাজারে ‘জুঁইর’ বিকিকিনির ধুম পড়েছে। বর্ষাকালে ঝুম বৃষ্টিতে গ্রাম বাংলার দরিদ্র জনসাধারণের বৃষ্টি থেকে বাঁচার অন্যতম উপকরণ এ ‘জুঁইর’ বিক্রির পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। কৃষি কাজ, অন্যান্য শ্রমের কাজ ও বিশেষ করে বর্ষাকালীন আমধান চাষ মৌসুমে জমি প্রস্তুতি, হাল চষা, মই দেয়া ও জমিতে ধানের চারা রোপনের সময় বৃষ্টি থেকে মাথা বাঁচাতে এ ‘জুঁইর’ ব্যবহার করে থাকেন চাষীরা। ‘জুঁইর’ ব্যবহারে অন্যতম সুবিধা হলো একে মাথা ও পিঠের উপর দিয়ে রাখলেই হলো, হাতে ধরতে হই না। দু’হাত দিয়ে ইচ্ছামতো কাজ করা যায়। আবহমান গ্রাম বাংলার কৃষক পরিবারের অন্যতম এতিহ্যিক উপকরণ এ ‘জুঁইর’ কৃষকদের বাড়ীর দাওয়ায় বিশেষ কায়দায় স্থাপন করা একটি কাঠি অথবা লাঙ্গলের পুরাতন অব্যবহৃত পুরাতন কুড়িতে ঝুলিয়ে রাখা হয়। বৃষ্টি বাদলার দিনে বিভিন্ন কাজকর্মে বাসাবাড়ী থেকে বের হতে ‘জুঁইর’ মাথায় দিয়ে বৃষ্টির ছাঁট থেকে আত্মরক্ষা করা হয়। ক্রমবর্ধমান নগরায়নে এ যোগে ক্রমশ হারিয়ে যেতে বসেছে প্রাচীন বাংলার ঐতিহ্য ‘জুঁইর’। রবিবার বিকেলে ঈদগাঁও বাজারের টিএন্ডটি অফিস রোড ও বাঁশ ঘাটা এলাকায় গিয়ে দেখা যায়, বিভিন্ন সাইজের ‘জুঁইর’ বিক্রি চলছে। আকারভেদে ৮০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে ‘জুঁইর’। ঈদগাঁও ভাদীতলা থেকে আগত বিক্রেতা মোস্তফিজ বলেন, বছরে কেবলমাত্র একবার এসময়ে ‘জুঁইর’-র চাহিদা থাকে।