ওমর ফারুক পারভেজ সদর প্রতিনিধি ॥ককসবাজার সদর উপজেলা ঈদগাঁওতে কাগজপত্রবিহীন ১২টি মোটর সাইকেল আটক করছে পুলিশ। ১২ নভেম্বর বিকেলে ঈদগাঁও বাজার ও বাসষ্টেশন এলাকা থেকে উল্লেখিত মোটর সাইকেল গুলো আটক করে।পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি ঈদগাঁওতে নাম্বারবিহীন ও চোরাইকৃত মোটর সাইকেলের সংখ্যা বেড়ে গেছে। উপরের নির্দেশে অভিযান পরিচালিত করলে নাম্বার ও কাগজপত্রবিহীন এ মোটর সাইকেল করেছি। তবে পরীক্ষা-নিরিক্ষা করার পর কয়টি মোটর সাইকেল নাম্বার কিংবা কাগজপত্র বিহীন তা বলা যায়। এদিকে সরেজমিনে দেখা যায়, বৃহত্তর ঈদগাঁওতে নাম্বার ও কাগজপত্র বিহীন কিংবা চোরাইকৃত মোটর সাইকেলের ছড়াছড়ি। একশ্রেণীর সিন্ডিকেড বাংলাদেশে উত্তারাঞ্চল তথা সাতক্ষিরা, বগুরা সহ বিভিন্ন এলাকার নাম্বার ব্যবহার করে ঈদগাঁতে একাধিক মোটর সাইকেল চোরাই পথে নিয়ে এসে ২লক্ষ টাকারও অধিক দামে মোটর সাইকেল মাত্র ৫০ হাজার টাকা দিয়ে পাওয়া যায়। এসব চোরাইকৃত মোটর সাইকেল আটক করা এলাকাবাসীর পক্ষ থেকে ইতি পূর্বে বিভিন্ন সংবাদপত্রে প্রতিবেদন ও প্রকাশিত হয়েছিল। আরো অভিযান পরিচালনা সচেতন মহলের দাবী। মোটর সাইকেল আটক অভিযানে নেতৃত্ব দেন এএসআই ফারুক ও রোপন। তবে অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply