নুরুল আজিম, ঈদগাঁও::::পল্লী বিদ্যুতের ঈদগাঁও বিলিং অফিসে ওয়ারিং ইনস্পেক্টর পদে কর্মরত আলী ইমরানের বিরুদ্ধে গ্রাহক হয়রানি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। কক্সবাজার সদরের বৃহত্তর ঈদগাঁও’র ৫/৬ ইউনিয়ন ও রামুর ঈদগড় এবং রশিদ নগর সহ ৭/৮ ইউনিয়নের ১৮ হাজার বিদ্যুৎ গ্রাহকের বিলিং অফিসের দায়িত্বপূর্ণ পদে থাকার সুবাদে প্রতিদিন বিভিন্ন প্রয়োজনে অত্র অফিসে আগত গ্রাহকদের থেকে বিভিন্ন অজুহাতে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে উক্ত আলী ইমরান। নতুন বিদ্যুৎ সংযোগের জন্য কোন গ্রাহক মিটারের আবেদন করলে ওয়ারিং পরিদর্শনে গিয়ে যথাযথ ওয়ারিং হয়নাই বলে পরিদর্শন রিপোর্ট আটকে রাখে ও পরবর্তীতে গ্রাহক মোটা অংকের ঘুষ না দেয়া পর্যন্ত প্রতিবেদন অফিসে জমা দেয়না। ফলে আটকে থাকে নতুন মিটার ও বিদ্যুৎ সংযোগ। অনেক সময় টাকা নিয়ে ও প্রতিবেদন দেয়না। বরং অফিসে গিয়ে তার সাথে যোগাযোগ করতে বলে। কিন্তু গ্রাহকরা টাকা দেয়ার পরে অফিসে গিয়েও তাকে পায়না। ফোন করলে ফিল্ডে আসে বলে জবাব দিয়ে এড়িয়ে যায়। এ নিয়ে গ্রাহকদের মাঝে চরম ােভ বিরাজ করছে। সেবা প্রদানকারী সংস্থার কর্মচারী দ্বারা এভাবে সেবা থেকে বঞ্চিত হচ্ছে গ্রাহকরা। গ্রাহক হয়রানী বন্ধে উক্ত ওয়ারিং পরিদর্শকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য পল্লী বিদ্যুতের উর্ধতন কর্তপরে হস্তপে কামনা করেছেন ভূক্তভোগী গ্রাহকরা।
পবিত্র রমজান মাসের শেষ শুক্রবারে