এইচ.এন.আলম ও মোঃ রেজাউল করিম ঈদগাঁও….ঈদগাহ জমজম হাসপাতালের পরিচালক শামশুল আলম হেলাল চৌধুরী (৫০) আর নেই। ৬ সেপ্টেম্বর ভোর ৭টায় তিনি কক্সবাজারস্থ ফুয়াদ আল খতিব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন (ইন্নালিল্লাহে——–রাজেউন)। তিনি ইসলামাবাদ পাঁহাশিয়াখালী সিকদার পাড়া নিবাসী মৃত তৈয়ব উল্লাহ চৌধুরী প্রকাশ দুদু মিয়ার পুত্র। তিনি দীর্ঘদিন নানা জটিল রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সহ অসংখ্য শুভাকাংখী রেখে যান। তিনি দীর্ঘদিন যাবৎ ঈদগাঁও জম জম হাসপাতালের পরিচালনা সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেন। বিকেল ৫ টায় স্থানীয় আজগর আলী দারোগা জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক স্থানে দাফন করা হয়। তার মৃত্যুর খবর পেয়ে তাকে দেখার জন্য ছুটে যান ঈদগাঁও ইউনিয়ন চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, তার মাতা মোহছেনা জাহান চৌধুরী, বড় ভাই শাহিন জাহান চৌধুরী, তার স্ত্রী ববি জাহান চৌধুরী, জম জম হাসপাতালের পরিচালক রুহুল আমিন ও বখতেয়ার আহমদ সহ অনেকে। নিহত হেলাল চকরিয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জামাল উদ্দিনের বড় ভাই। তার ইন্তেকালে ঈদগাঁও নিউজ ডট কম পরিবার ও বৃহত্তর ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ইমাম সমিতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
Leave a Reply