এইচ.এন.আলম, ঈদগাঁও শাখার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল ৮ আগষ্ট নাপিত খালী উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। ঈদগাঁও শাখার ব্যবস্থাপক মুহাম্মদ জামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্টিত উক্ত মাহফিলে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান এড: সলিম উল্লাহ বাহাদুর। বক্তব্য রাখেন কক্সবাজার শাখার ব্যবস্থাপক ও এভিপি জোবাইর আজম হেলালী ,ইসলামপুরের সাবেক চেয়ারম্যান আলহাজ অছিউর রহমান, ঈদগাঁও জনকল্যাণ পরিষদের উপদেষ্টা মাও: সলিমুল্লাহ জিহাদী, নাপিত খালী উচচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল হক, ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল। এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি কামাল উদ্দীন , কারী সিরাজুল ইসলাম, সলিমুল্লাহ কাদেরী, রামু খিজারী স্কুলের শিক্ষক নুর মোহাম্মদ, বিশিষ্ট ব্যবসায়ী শহীদুর রহমান, ডট টেন এসোসিয়েশনের চেয়ারম্যান মুহাম্মদ হোছাইন চৌং, শিক্ষানুরাগী মিজানুর রহমান, মাষ্টার বশির আহমদ, মাষ্টার শফিউল ইসলাম, মাও: আবুল ফজল,সাংবাদিক নুরুল ইসলাম লেদু, মোহাম্মদ শরীফ, এস কে ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক জয়নাল আবেদীন মুন্সী, ব্যাংকার মোহাম্মদ জাকারিয়া চৌধুরী প্রমুখ। বক্তারা বলেন-আল্লাহ পাক ঈমানদারদরেকে মুত্তাকী বানানোর জন্য রোযা ফরজ করেছেন এবং সুদের মত জঘন্যতম সামাজিক অপরাধ থেকে বাচানোর জন্য ইসলামী ব্যাংকের মত বড় নেয়ামত দান করেছেন। মাহে রমজান কুরআন নাযিলের কারনেই শ্রেষ্ঠ মাস হয়েছে, যে কুরআন মানবজাতির জন্য দিকনির্দেশনা হিসেবে অবতীর্ণ করা হয়েছে। এই কুরআনকে পুরোপুরি অনুসরণের মাধ্যমে সারাবিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। তাই রোযা যেমন আত্মশুদ্বির হাতিয়ার তেমনি ইসলামী ব্যাংক মানুষের রুজি-রোজগার,ব্যবসা-বাণিজ্য, লেনদেন পরিশুদ্ধ করে শরীয়া প্রতিপালনের মাধ্যমে জান্নাতমুখী করতে চায়। অনুষ্ঠান সঞ্চালনায় দিদারুল ইসলাম ও মুনাজাত করেন বটতলী জামে মসজিদের খতীব মাও: রশিদ আহমদ।
Leave a Reply