এইচ.এন.আলম,ঈদগাঁও……….ঈদগাঁওর কুখ্যাত গাঁজা সম্রাট এজাহার ফকির আটক হয়েছে। ৩ জুলাই রাতে তদন্ত কেন্দ্রের পুলিশ তাকে বাজার থেকে আটক করে। তবে তার কাছ থেকে কোন মাদকদ্রব্য উদ্ধার করা যায়নি। প্রাপ্ত তথ্যে প্রকাশ, ঈদগাঁও দরগাহ পাড়ার মৃত আবদুল জব্বার ভান্ডারীর পুত্র কুখ্যাত গাঁজা সম্রাট এজাহার ফকিরকে ওয়ারেন্টি আসামী হিসাবে পুলিশ গ্রেফতার করেছে বাজার থেকে। অভিযানটি পরিচালনা করেন এএসআই ফারুক। সূত্র জানায়, সে জি,আর ৪৭৬/১০ মামলার পলাতক আসামী। ইতিপূর্বে সে কয়েকবার মাদকদ্রব্য সহ আটক হয়ে বিভিন্ন মেয়াদে জেল খাটে। পরে জামিনে এলাকায় এসে আবার বেপরোয়া ভাবে মাদক ব্যবসা শুরু করে। এলাকার লোকজন জানান, প্রতিদিন সন্ধ্যায় তার বাড়ীতে মাদকসেবীদের ভীড় জমে। কেউ প্রতিবাদ করলে তাকে নারী নির্যাতন মামলার ভয় দেখায়। তার গ্রেফতারে এলাকাবাসীর স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।
Leave a Reply