মোঃ রেজাউল করিম…ঈদগাঁও উত্তর মাইজপাড়ায় সৎ ভাই ও সাঙ্গপাঙ্গদের হামলায় গুরুতর আহত হয়েছে বৈয়মত্রেয় ভাই আজিজুর রহমান (৩০)। সোমবার সকাল ৯টায় নিজ বসত বাড়ীতে ভিকটিমকে সৎ ভাই আবদু ছালাম, তার স্ত্রী খতিজা, পুত্রবধু ও সৎ বোন দিলদার বেগম কাঠের কঞ্চি,দা ও ছুরি নিয়ে বেদড়ক মারধর করে মারাত্মক জখম করে। এর পর গুরুতর আহত আজিজুর রহমান অজ্ঞান হয়ে গেলে হামলাকারীরা তার বসত বাড়ী থেকে ডেকচি পাতিল ও চেয়ারটেবিল সহ অন্যান্য গৃহস্তালী আসবাবপত্র জোর করে নিয়ে যায়। আহত আজিজুর রহমানকে পরে প্রতিবেশিরা ঈদগাঁও বাজারে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে। পৈত্রিক জায়গা জমি সংক্রান্ত ব্যাপারে উক্ত হামলা সংঘটিত হয়েছে বলে জানা গেছে। হামলার পরে আহত আজিজ ঈদগাঁও তদন্ত কেন্দ্রে অভিযোগ করার কথা বললে হামলাকারী সৎ ভাইয়েরা জানে মেরে ফেলার হুমকি দিচ্ছে বলে জানিয়েছেন আহত আজিজ।
Leave a Reply