এস. এম..তারেক, ঈদগাঁও, ককসবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও মেহেরঘোনা এলাকায় মালবোঝাই ট্রাক-ও এস আলম চেয়ারকোচের মুখোমুখী সংঘর্ষে ১২ যাত্রী আহত হয়েছে। আহতদের মধ্যে ৬/৭ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। ৪ আগষ্ট দুপুর ১টায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সময় এ ঘটনা ঘটেছে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। দুর্ঘটনার পর গাড়ী দু’টি মহাসড়কের উপর দুমড়ে মুচড়ে পড়ে থাকায় প্রায় পৌনে ৪ ঘন্টা ধরে সড়কের দু’পাশে কয়েকশ যানবাহন ও শতশত যাত্রী আটকে পড়ে হয়রানীর শিকার হন।ঘটনার পর পর ঈদগাঁও তদন্ত কেন্দ্রের পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর যান চলাচল স্বাভাবিক করে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ৪ আগষ্ট দুপুর ১টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সময় মহাসড়কের ঈদগাঁও মেহেরঘোনা পয়েন্টে চট্টগ্রামমুখী যাত্রীবাহী এস আলম চেয়ারকোচ একটি মাহিন্দ্রকে ওভারটেক করতে গিয়ে ককসবাজারমুখী মালবোঝাই ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে এস আলম চেয়ারকোচের ১০/১২ যাত্রী আহত হয়। আহতদের নাম জানা যায়নি। তবে আহতদের মধ্যে এক মহিলার চোখ বের হয়ে যাওয়া সহ ৬/৭ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।