নিজস্ব সংবাদদাতা , ঈদগাঁও…… কক্সবাজার সদরের ঈদগাঁও’র দরগাহ পাড়া গ্রামে বিদ্যুত স্পৃষ্ট হয়ে খোকন (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে ওই গ্রাামের মোঃ ফকিরের পুত্র। ২০ সেপ্টেম্বর এ ঘটনা ঘটে। জানা যায়, ১৯ সেপ্টেম্বর গভীর রাতে শ্রমিক খোকন স্থানীয় মোস্তাকের দোকানে বিদ্যুতের অবৈধ সংযোগ স্থাপনের চেষ্টাকালে ১১ হাজার ভোল্টেজের তারের সাথে জড়িয়ে পড়লে গুরুতর আহত হয়। পরে তাকে চমেক হাসপাতাল এবং অবস্থার অবনতি ঘটলে ঢাকা নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনার জন্য এলাকাবাসী ওই গ্রামের হাকিম আলীর পুত্র মুদির দোকানদার মোস্তাককে দায়ী করছেন।
Leave a Reply