মোঃ রেজাউল করিম ,ঈদগাঁও…..…..বৃহত্তর ঈদগাঁওতে চুরি, ছিনতাই, ডাকাতি ও সামাজিক অপরাধ বৃদ্ধি পাচ্ছে। ভুক্তভোগী লোকজন পুলিশী টহল আরো জোরদারের দাবী জানিয়েছে। জানাযায়, সম্প্রতিক বর্ষায় বৃহত্তর ঈদগাঁওতে অসমাজিক কার্যকলাপ আশংকা জনক হারে বৃদ্ধি পাচ্ছে। ডাকাতি, ছিনতাই ও চুরি চামারীতে অতিষ্ঠ হয়ে উঠছেন লোকজন। নিরাপত্তাহীনতায় রয়েছেন ঘরমুখো লোকজন। ঈদগাঁও বাজারে ও বাসষ্টেশনে ইতিমধ্যে বড় বড় দোকানগুলিতে গভীর রাতে তালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে সংঘর্ষবদ্ধ চোর দল দোকান থেকে লাখ লাখ টাকার মালামাল এবং নগদ টাকা নিয়ে যায়। জালালাবাদ, ইসলামাবাদ ঈদগাঁও সহ প্রত্যন্ত এলাকায় পুলিশী টহল আরো জোর দারের দাবী জানিয়েছেন ক্ষতিগ্রস্থ লোকজন, জালালাবাদ মিয়াজী পাড়া থেক লবণমিল কর্মকর্তা অতিকুর রহমান জানান, প্রতিনিয়ত একের পর এক দুর্ধষ চুরির ঘটনা ঘটে জালালাবাদে। তারমতে স্থানীয় জুয়াড়িরা এঘটনায় জড়িত। তিনি অভিযোগ করেন। দীর্ঘদিন যাবৎ উক্ত এলাকায় একটি স্থানে সংঘবদ্ধ জুয়াড়ীরা জুয়াখেলায় লিপ্ত থাকে। তারা এলাকায় চুরি, ছিনতাই সহ নানা অসামাজিক কার্যকলাপে নেতৃত্বে দিয়ে থাকে। ইতোপূর্বে উক্ত এলাক থেকে জনতার সহযোগিতায় পুলিশ চোরাই ছাগলের মাংসসহ কয়েকজন চোরকে আটক করে। ইসলামাবাদের ব্যবসায়ীগণ জানান প্রতিদিন রাতে ঈদগাঁও থেকে ব্যবসা বাণিজ্য শেষে বাড়ীতে যাওয়ার সময় ইসলামাবাদ বোয়ালখালীর রাস্তা মাথা নামক স্থানে তাহারা বহুবার ডাকাতের কবলে পড়েছেন। জালালাবাদের পথচারীদের মধ্যে কয়েকজন লোক জানান, তাহারা ঈদগাঁও বাজার থেকে রাত ৮টার পরে তাদের বাড়ীতে যাওয়ার সময় রাবার ড্যামের রাস্তার মাথায় একাধিকবার দুর্ধর্ষ ডাকাতের কবলে পড়েছেন। উক্ত স্থানে যুবলীগনেতা ওসমান সরওয়ার ডিপু, আওয়ামীলীগ নেতা নুরুল মোস্তফাকে ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেছিল। এলাবাসীর মতে প্রায় সময় উক্ত স্থানে বড় ছোট একের পর এক ডাকাতি লেগেই আছে। যে যে স্থানে চুরি,ডাকাতি হয় সেই স্থানে পুলিশি টহলের জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী।
Leave a Reply