এইচ.এন.আলম,ঈদগাঁও ....…..ঈদগাঁওতে রামজনের মৌসুমকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা ক্যামিকেল মিশ্রিত ফলের বাজারে আগুন লেগেছে। রমজানের শুরুতে ঈদগাঁও বাজারের অনেক ফলফলাদী দেখা মিললেও দাম বৃদ্ধির কারনে রোজাদারেরা খেতে পারছেনা। ফল দিয়ে ইফতারি করার ইচ্ছে সাধারণ মানুষের থাকলেও ক্রয় ক্ষমতার সাধ্যের মধ্যে না থাকায় অনেকেই ফলফলাদী বাদ দিয়ে শুধু পানীয় জলের মাধ্যমে ইফতার সারছেন। দেশী ফলের কমতি না থাকলেও রোজাদার ক্রেতাদের অভিযোগ গত চার দিনে কেজি প্রতি ১০থেকে ২০টাকা বেশি দামে বিক্রি হয়েছে বাজারের হরেক রকম ফলফলাদী। মৌসুমের শেষ সময় হলেও প্রচুর পরিমানে ঈদগাঁও বাজারে আম ও খেজুর বিক্রি হতে দেখা গেছে। তবে মান ভেদে বাজারে কলা ও আমের ছড়াছড়ি ছিল চোখে পড়ার মত। গত ৫ আগষ্ট নানা সাইজের সাগর কলা,বাংলা কলা,চাম্পা কলা বিক্রি হয়। ফজলী আম ও বার্মাইয়া আম বিক্রি হয় ১০০থেকে ১৩০টাকা কেজি। অথচ রমজানের আগে এ আম বিক্রি হয়েছিল ৮০ থেকে ৯০টাকায়। দু’একদিন ধরে ঈদগাঁও বাজারে সব চাইতে প্রচুর চাহিদা ছিল খেজুরের। ষ্টেশনের ফল ব্যবসায়ী নুরুল হক জানান,এবার ফলের বাজার একটু ছড়া সরবরাহ ও বেশি। হয়ত দু’এক দিনের মধ্যে কমে যাবে। অন্যদিকে ক্রেতা ডাক্তার আবু ছাদেক জানান,বাজারে যে সব ফলফলাদী উঠেছে তাতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ক্যামিকেল আছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তবুও রমজানের ইফতার স্বার্থে সবাই সাধ্যমত কিনছেন। এ বিষয়ে সংশ্লিষ্টদের মনিটরিং জোরদারের আহবান জানান তিনি।
==============================================
Leave a Reply