নিজস্ব সংবাদদাতা ,…..ঈদগাঁও কক্সবাজার সদরের ঈদগাঁওতে অর্ধ কোটিরও বেশী টাকা বিনিয়োগ করে কোম্পানী পড়েছে বেকায়দায়। এদিকে স্থানীয় ভুমি অফিসের হস্থক্ষেপে বন্ধ হয়েছে নির্মাণ কাজ। সরকারী ১৬ শতক জায়গার উপর সাইন বোর্ড ঝুলিয়ে দিয়েছে ঈদগাঁও ভুমি অফিস। ঈদগাঁও বাজারের নিউ মার্কেটের সামনে উক্ত জায়গায় এ ঘটেছে। সুত্রে প্রকাশ, ঈদগাঁও বাজারের মুল পয়েন্টে অবস্থিত সরকারী ১ নং খাস খতিয়ানের ১৬ শতক জায়গাসহ মোট .৩০ শতক জায়গা প্রভাবশালী এনাম সওদাগরের একটি সিন্ডিকেট সম্প্রতি ডেভেলাপমেন্ট কোম্পানীর কাছ থেকে অর্ধ কোটিরও বেশী টাকা নগদ গ্রহণ করে বহুতল বিশিষ্ট ভবণ নির্মানের কাজ শুরু করেন। প্রাথমিক পর্যায়ে ডিসি সড়কের পার্শ্ববর্তী প্রায় ১২টি দোকান ভেঙ্গে টিনের বেড়া দেয়। এদিকে জানতে পেরে ঈদগাঁও ভুমি অফিস কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে উক্ত .১৬ শতক সরকারী জমি আছে বলে নিশ্চিত হন এবং সরেজমিন মাপজোক করে সাইন বোর্ড ঝুলিয়ে দেন। ভুমি অফিস কর্মকর্তা আবুল হোসেনের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন ঘটনা সত্য গোপনে কাজ কর্ম শুরু হচ্ছে জেনে তিনি সরকারী জায়গা উদ্ধারের জন্য দ্রুত পদক্ষেপ নেন। শ্রীঘ্রই উচ্ছেদ দায়ীদের বিরুদ্ধে উচ্ছেদ মামলা রজু পুর্বক জমি পুনরুদ্ধারের বিষয়টি প্রক্রিয়াধীন। স্থানীয় লোকজন জানান, ইতোমধ্যে ঈদগাঁও বাজারে প্রায় ডজনখানেক ব্যাক্তি মালিকানাধীন জায়গায় বহুতল ভবন নির্মাণের কথিত প্রতিশ্রুতি কোটির উপরে টাকা হাতিয়ে নেয় ওই ভুইফোঁড় ডেভেলপার কোম্পানী। শেষ পর্যন্ত এবার ডেভেলাপার কোম্পানী নিজেরাই ধরা খেলে জনগন স্বস্তির নিঃশ্বাস ফেলে। অন্যদিকে অসর্থিত সুত্রে প্রকাশ, উক্ত জায়গার উপর নাকি এক সময় কবর স্থান ছিল।
এস.এম.তারেক,১৭/৬/১২
Leave a Reply