নিজস্ব সংবাদদাতা,ঈদগাঁও..… কক্সবাজার সদরের ঈদগাঁওতে মাদকাসক্ত পুত্রের জ্বালায় অতিষ্ট হয়ে শেষ পর্যন্ত আইনের আশ্রয় নিলেন অসহায় পিতা। ইউনিয়নের ভাদিতলা গ্রামের শফিকুর রহমানের পুত্র নুরুজ্জামান (২৮) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে পড়ে। এ পথ থেকে ফেরাতে অনেক চেষ্টার পরও ছেলেকে সুপথে আনতে ব্যর্থ হলে হলে গত ১২ জুন কক্সবাজার সদর মডেল থানায় জিডি করলেন পিতা শফিক। ( নং -২৪৫৫)। যা বর্তমানে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এ.এস.আই রুপন চৌধুরী । পিতা থানায় জিডি করাতে নুরুজ্জামান ক্ষিপ্ত হয়ে পিতাকে মারধরের হুমকি ধমকি দিচ্ছেন বলে জানালেন তার পিতা। অসহায় পিতা এ ব্যাপারে সংশ্লিষ্ঠ কর্র্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন।
এস.এম.তারেক,১৭/৬/১২
Leave a Reply