বাবুলমিয়া মাহমুদ রমজানের ইদকে সামনে রেখে পর্যটন শহর ককসবাজারে ছিনতাইকারী ও পকেটমারের উপদ্রব আশংকাজনকহারে বেড়ে গেছে। এসব সংঘবদ্ধ পকেটমার ও ছিনতাইকারীরা সাধারণ মানুষের সবকিছু ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে শহরের হাসপাতাল সড়ক, প্রধান সড়কের পেট্রোলপাম্প, পানবাজাররোড, লালদিঘীরপাড়, বার্মিজ মার্কেট, গোলদিঘীর পাড়, জেলা সদর হাসপাতাল জন সমাগমপূর্ণ বিভিন্ন বিপনী বিতানের ভিতরে ভদ্র ক্রেতা বেশে ও পুরুষ ও মহিলা পকেটমাররা সাধারণ মানুষের সব কিছু ছিনিয়ে নিয়ে যাচ্ছে এবং বিভিন্ন রাস্তার মোডে কিছু হালকা পাতলা শরীরের পকেটমার মহিলাদের হাত ব্যাগ লক্ষ করে ঘুরাঘুরি করে সুযোগ বুঝে মোবাইল টাকা ও মূল্যবান জিনিস নিয়ে উধাও হয়ে যায়। এবং সার্কিট হাউস রোড, কেন্দ্রীয় জামে মসজিদ রোড, বৌদ্ধ মন্দির সড়ক, ঘোনারপাড়া এলাকায় ছিনতাইকারীর উপদ্রব বেড়ে গেছে। প্রতিনিয়ত শহরে বিভিন্ন গ্রামাঞ্চল থেকে চিকিৎসা, ব্যবসা বানিজ্য ইদ উপলক্ষে মার্কেটিং আসা লোকজন সব কিছু হারিয়ে হতাশ হয়ে ফিরে যেতে দেখা যায়। শহর থেকে ছিনতাইকারী ও পকেটমারদের ছিহ্নিত করে গ্রেফতারের ব্যাপারে জানতে চাইলে ককসবাজারের পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর জানান শুধু শহরে নয় অপরাধীদের গ্রেফতারে পুলিশ প্রশাসন সার্বক্ষনিক কাজ করে যাচ্ছে। এ ছাড়া শহরে ছিনকারী ও পকেটমার নির্মূলে ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।
সংবাদ দাতা
বাবুল মিয়া মাহমুদ
Leave a Reply