টেকনাফ নিউজ ডেস্ক… নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার ৬ ছাত্র সহ সাতজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাদের কাছ থেকে এক হাজার দু’শ ৩০পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বুধবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের ইয়াবা সহ আটক করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মেট্রো উপ-অঞ্চলের উপ-পরিচালক মুকুলজ্যোতি চাকমা টেকনাফ নিউজকে ইয়াবা সহ সাতজনকে আটকের বিষয়টি জানিয়েছেন।
আটক সাতজন হলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এলএলবি তৃতীয় বর্ষের ছাত্র তারেক মাহমুদ, টেকনাফ জমিয়াতুল উলুম মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র শেকুল ইসলাম, টেকনাফ এলাহী মাদ্রাসার ফাজিল বর্ষের ছাত্র মহিউদ্দিন, নগরীর হাজেরা তুজ ডিগ্রী কলেজের দ্বিতীয় বর্ষের দু’ছাত্র আল মাসুদ ও তৌহিদুল ইসলাম, কক্সবাজার সরকারী কলেজের এইচএসসি’র ছাত্র জাহিদুল ইসলাম এবং বখাটে জিয়াউল হক।
মুকুলজ্যোতি চাকমা জানান, আটক সাতজনের মধ্যে চারজনকে জিইসি মোড় ও চকবাজার থেকে এবং বাকি তিনজনকে বায়েজিদ বোস্তামি মাজার গেইট থেকে আটক করা হয়েছে।
তাদের বিরুদ্ধে দু’টি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
Leave a Reply