বৃহস্পতিবার ১১ অক্টোবর, ২০১৮ ১০:৩৭ অপরাহ্ন
903 বার এই নিউজটি পড়া হয়েছে
হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ …পুলিশ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আরকান মহাসড়কের চুনতি ইউনিয়নের খাঁন দিঘী নামক স্থান হতে টেকনাফের এক ইয়াবা পাচারকারীকে গ্রেফতার করেছে বলে জানা গেছে। এসময় তার কাছ থেকে ১হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত মাদক পাচারকারীর নাম মোহাম্মদ উল্লাহ (৪৫)। তিনি টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে ৯ অক্টোবর রাতে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে উক্ত এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি যাত্রীবাহী বাসে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশী চালিয়ে ১হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক পাচারকারী মোহাম্মদ উল্লাহকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। ##