টেকনাফ নিউজ ডেস্ক : ইয়াবা দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯ ও কোম্পানী-২ এর একটি বিশেষ দল। গ্রেপ্তারকৃতরা হলো : ময়মনসিংহের ভালুকা উপজেলার কাঁঠালী গ্রামের আবদুল করিমের ছেলে হমায়ুন (২০) ও মামারিশপুর গ্রামের আবদুর রহমানের ছেলে সবুজ মিয়া (২৭)। গতকাল সোমবার বিকেলে ভালুকা উপজেলার কাঁঠালী গ্রাম থেকে প্রায় ১ লাখ সাড়ে ১৭ হাজার টাকা মূল্যের ৩৯২ ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় র্যাবের ডিএডি বোরহান উদ্দিন বাদি হয়ে তিনজনকে আসামি করে সোমবার রাতে ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করে। পরে গ্রেপ্তারকৃতদের পুলিশে হস্তান্তর করা হয়। ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা ওই অভিযান চালায় বলে জানা গেছে।
ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) ও দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল হক কালের কন্ঠকে জানান, র্যাব কর্তৃক গ্রেপ্তারকৃত ইয়াবা ব্যবসায়ীদের আজ সকালে আদালতে প্রেরণ করা হয়েছে এবং অপর আসামিকে গ্রেপ্তারে জোর পুলিশী তৎপরতা চলছে।
good