টেকনাফ প্রতিনিধি…ইয়াবা নিয়ে লুকোচুরির ঘটনায় অবশেষে টেকনাফ মডেল থানা থেকে সহকারি উপপরির্দশক (এএসআই) জাফর আহমদকে রামু গর্জনিয়ায় শাস্তিমূলক বদলি করা হয়েছে। ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ৫ হাজার ইয়াবা ট্যাবলেট ও সিএনজি সহ এক ব্যক্তিকে আটক করার ঘটনায় ৪ হাজার ইয়াবার কোন ধরনের মামলায় লিপিবদ্ধ না করায় এই ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। বিষয়টি তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছেন জেলা পুলিশ সুপার।
এ প্রসঙ্গে টেকনাফ মডেল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার মজুমদার বলেন, এএসআই জাফর আহমদকে টেকনাফ থেকে বদলি করে রামু উপজেলার গজর্নিয়া পুলিশ ফাঁড়িতে যোগদান করার জন্য একটি বার্তা রোববার রাতে পাওয়া গেছে।
shodhu bodli ?????????? doorniti bangladesh teke kono din jabena, tar shaja hua ochit
All types of Yaba-criminals should be killed by cross-fire. Because they are enemy of society and state as well.