ইসলাম অবমাননাকারীদের বিরুদ্ধে সৌদি আরব কঠোর আইন প্রণয়নের বিষয়টি বিবেচনা করছে কর্তৃপক্ষ। এর ফলে ইসলামের নিন্দাকারী যে কাউকেই অপরাধী বলে গণ্য করা হবে। সামাজিক মিডিয়াতে ইসলামের বিরুদ্ধে সমালোচনাকারীদেরকেও এ আইনের বলে কঠোর শাস্তির ব্যবস্থা রাখা হবে। সৌদি আরবের একটি পত্রিকা জানিয়েছে, মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে টুইটারের কটূক্তি করার অপরাধে ২৩ বছর বয়সী সৌদি ব্লগার এবং কলামনিস্ট হামজা কাশগারিকে গ্রেপ্তার করার পাঁচ মাস পর এ ধরনের আইনের উদ্যোগ নেয়া হচ্ছে। এ উদ্যোগ সম্পর্কে সংশ্লিষ্ট একটি সূত্র আল-ওয়াতন পত্রিকাকে বলেছেন, আাগামী দুই মাসের মধ্যে শূরা কাউন্সিল এ প্রস্তাবের বিষয়টি নিরীক্ষার ফলাফল প্রকাশ করবে। এ ধরনের অপরাধের জন্য কঠোর শাস্তির বিধান রাখা হতে পারে বলে তিনি উল্লেখ করেছেন। এতে আরও বলা হয়েছে, মহানবী (সাঃ) উল্লেখযোগ্য মুসলিম ব্যক্তিত্ব এবং চিন্তাবিদদের সমালোচকদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হতে পারে। সংশ্লিষ্ট সূত্র আরও জানিয়েছে, সামাজিক মিডিয়া এবং ইন্টারনেটের মাধ্যমে গত কয়েক মাসে বেশ কিছু অবমাননার ঘটনা লক্ষ্য করা গেছে। তাই এখন এ ধরনের আইন প্রণয়ন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। সৌদি আরব কঠোর শরীয়াহ আইন অনুসরণ করা হয়ে থাকে। সেখানে যে কোন ধরনের ধর্মদ্রোহিতার অপরাধে দোষী সাব্যস্তকে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে।
Leave a Reply