বার্তা পরিবেশক….কক্সবাজার শহরের একটি হোটেলে সাংবাদিক সম্মেলন থেকে আটক জেলা ইসলামী ঐক্যজোটের ৬ নেতা জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার আদালত তাদের জামিন মঞ্জুর করেন। বিকালে তারা কক্সবাজার জেলা কারাগার থেকে মুক্তি পান। মুক্তিপ্রাপ্তরা হলেন ইসলামী ঐক্যজোটের জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আ.হ.ম. নুরুল কবির হেলালী, সহ-সভাপতি মাওলানা মুফতি এনামুল হক, মাওলানা আবদুল হক, জেলা ইসলামী ছাত্রসমাজের সাধারণ সম্পাদক আবুল মনজুর, মাওলানা ক্বারী এরশাদুল্লাহ ও মাওলানা হাফেজ আবু বকর।
কারামুক্তির পর ইসলামী দলের নেতাদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন ইসলামী ঐক্যজোটের নেতা-কর্মীরা।
ওই সময় ইসলামী ঐক্যজোটের জেলা সভাপতি মাওলানা হাফেজ ছালামত উল্লাহ বলেন, ভিত্তিহীন তথ্যের ভিত্তিতে আলেম-ওলামাদের গ্রেপ্তার অনাকাংখিত। ভবিষ্যতে এ ধরণের আচরণ না করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।
তিনি জায়েয়া ইসলামিয়া হ্নীলার সহকারি পরিচালক মাওলানা আবছার উদ্দিন চৌধুরীর অবিলম্বে মুক্তি দাবি জানান।
ওই সময় জেল গেইটে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোটের জেলা সাধারণ সম্পাদক মাওলানা ইয়াসিন হাবিব, নেজামে ইসলাম পার্টির জেলা যুগ্ম সম্পাদক আবদুস ছালাম কুদসী, ইসলামী ঐক্যজোটের শহস সভাপতি মাওলানা ছাবের আহমদ ছাইফু, সাধারণ সম্পাদক হাফেজ মো. ছালেম, মাওলানা খালেদ সাইফী, খেলাফত মজলিসের শহর সভাপতি এরশাদুল হক আরমান, হ্নীলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন চৌধুরী, সাংবাদিক নুরুল হক চকোরী, সাংবাদিক মুহাম্মদ আবু বকর ছিদ্দিক প্রমূখ।
উল্লেখ্য, গত ১৮ জুন কক্সবাজার শহরের আবাসিক হোটেল পালংকির রেষ্টুরেন্ট থেকে ওই নেতাদের আটক করে পুলিশ আদালতে পাঠায় পুলিশ। আদালত তাদের কারাগারে পাঠিয়েছিলেন। ১১ দিন পর তারা জামিনে মুক্তি পেলেন।
সংবাদ প্রেরক
মাওলানা হাফেজ ছালামত উল্লাহ
সভাপতি
ইসলামী ঐক্যজোট, কক্সবাজার জেলা শাখা।
Leave a Reply